বসুন্ধরা শুভসংঘের ঢাকার রূপনগর থানা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে রূপনগর আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কের ‘স্কুল অব লাইফ’ নামের একটি বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ৩০ জন শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত
ছিলেন শুভসংঘের রূপনগর থানা শাখার সভাপতি শাইমুল আজাদ চয়ন, অর্থ সম্পাদক সুফিয়ান সাওরী, ইভেন্ট সম্পাদক মরিয়ম বর্ষা, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রশিদ অর্ণব, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী শিউলি বলে, ‘খাতা-কলম আমাদের খুবই দরকার। আমরা খাতা-কলম পেয়ে অনেক খুশি।
আপনাদের অনেক ধন্যবাদ।’
শুভসংঘের রূপনগর থানা শাখার সভাপতি শাইমুল আজাদ চয়ন বলেন, ‘এখানে সুবিধাবঞ্চিত শিশুরা তাদের জীবনকে আরো উজ্জ্বল করে গড়ে তোলার লক্ষ্য ও স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলেছে। তাদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে কিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।’
গোদাগাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা
গতকাল শুভসংঘের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় মোরগ লড়াই, অঙ্ক দৌড়, বাস্কেট বল নিক্ষেপ ও সাধারণ জ্ঞানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শামসুন্নাহার, শুভসংঘের গোদাগাড়ী উপজেলা শাখার উপদেষ্টা মো. জিয়াউর রহমান, সভাপতি মো. শাহরিয়ার রিফাত, সহসভাপতি মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা জান্নাত, ক্রীড়া সম্পাদক মো. হামিম সিফাত, কার্যকরী সদস্য মোশাররফ, আকতাব, আসিফ ইকবাল, মাশরুর, সিফাত, সোহান সাহরিয়ার, সজীব প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে মো. সাদ, দ্বিতীয় মো. সামির ও তৃতীয় স্থান অধিকার করে মো. মোহন।
মেয়েদের অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় মোসা. সালমা, দ্বিতীয় মোসা. মুবাশ্বিরা ও তৃতীয় মোসা. রাফসানা। বাস্কেট বল নিক্ষেপে প্রথম স্থান অধিকার করে মোসা. তানিশা, দ্বিতীয় মোসা. তাপসি ও তৃতীয় স্থান অধিকার করে মোসা. সুরমা। ছেলেদের অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মো. রিফাত, দ্বিতীয় মো. রাকিবুল ইসলাম ও তৃতীয় মো. সোহান। এ ছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মোসা. আফিয়া প্রথম, মোসা. মুবাশ্বিরা দ্বিতীয় ও মো. রাকিবুল তৃতীয় স্থান অধিকার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শামসুন্নাহার বলেন, ‘শুভসংঘের এমন আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলবে।
এমন আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ জানাই।’
শুভসংঘের গোদাগাড়ী উপজেলা শাখার উপদেষ্টা মো. জিয়াউর রহমান বলেন, ‘ক্রীড়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের এসব বিষয়ে আরো মনোযোগী করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েরা এখন আর মাঠে খেলাধুলা করে না। সব কিছু মোবাইলকেন্দ্রিক হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। শুভসংঘের এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করবে।’