সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ ও জেলা পর্যায়ে পাঁচটি রোড মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
গতকাল সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগসহ এক দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে।
অনেক রাজনৈতিক জোট ও দল যুগপৎ আন্দোলন সফল করার লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে।
মহাসচিবের অসুস্থতার কারণে তাঁর অনুরোধে কর্মসূচি পড়ে শোনান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পাঁচটি রোড মার্চ হচ্ছে—২১ সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট, ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম।
ঢাকার প্রবেশমুখে আট সমাবেশ—১৯ সেপ্টেম্বর জিঞ্জিরা/কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গী, ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও উত্তরা, ২৫ সেপ্টেম্বর নয়াবাজার ও আমিনবাজার, ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায়।
এ ছাড়া ঢাকায় ২৯ সেপ্টেম্বর নারী সমাবেশ, ৩০ সেপ্টেম্বর শ্রমজীবী কনভেনশন এবং ২ অক্টোবর কৃষক সমাবেশ হবে।
বিএনপি মহাসচিব বলেন, জোট ও দলগুলো নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে তৃণমূল বিএনপি গঠন এবং তাতে শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকারসহ বিএনপি নেতাদের যোগদানের বিষয়ে গণমাধ্যমের খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি বলেন, বিএনপি একটা বিশাল প্রবহমান নদীর মতো।
কেউ চলে গেলে তাতে দলের কিছু আসবে যাবে না। তিনি বলেন, ‘তৈমূর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসের মবিন চৌধুরী আমাদের দলের সদস্য নন। সুতরাং তাঁরা তাঁদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাঁদের বিষয়। আমরা শুধু এটুকু বলতে চাই, আগেও আমি এর উত্তর দিয়েছি, বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবহমান নদীর মতো। সেখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়, তাতে বিএনপির কিছু যায় আসে না।’
এ প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি তো বাকশাল নয়। বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়, যার যার ইচ্ছামতো রাজনীতি করবে। যারা বিএনপি করতে চায় করবে, যারা নতুন দল করতে চায় করবে। আমরা বাকশাল নই যে সারা দেশের ১৮ কোটি মানুষকে আমরা জোর করে বলব, তোমরা একটাই দল করবে, তোমরা শুধু বিএনপি করবে, সেই রাজনীতি বিএনপি করে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।