<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ২৪ কোটি ৭০ লাখ বছর আগে অস্ট্রেলিয়ায় বিচরণ করা টিকটিকির মতো দেখতে উভচর প্রাণীর এক নতুন প্রজাতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। প্রজাতিটির নাম রাখা হয়েছে অ্যারেনায়েপেটন সিউপিনাটাস। লাতিন ভাষায় এর অর্থ হলো পিঠে বালুর লতা। বিজ্ঞানীরা বলছেন, মাংসাশী উভচর এই প্রজাতি একসময় সিডনির মিঠা পানির হ্রদ ও প্রবহমান জলে বাস করত। নিউ সাউথ ওয়েলসের মিহেইল মিহেইলডিস নামের এক মুরগির খামারি ১৯৯০-এর দশকে  প্রাণীটির জীবাশ্মের অংশ খুঁজে পান। তখন থেকেই এ নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানীরা বলছেন, আবিষ্কারটি সম্ভবত অস্ট্রেলিয়ায় উভচর প্রাণীর বিবর্তন সম্পর্কে নতুন দিক উন্মোচন করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় তিন দশক আগে মিহেইল তাঁর বাড়ির বাগানের ভাঙা দেয়াল মেরামতের কাজ করতে গিয়ে একটি পাথরে প্রাণীটির জীবাশ্ম দেখতে পান। বিষয়টি তিনি সিডনির অস্ট্রেলিয়ান মিউজিয়ামকে জানান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষকদলের সদস্য ল্যাঞ্চলান হার্ট বলেন, ‘আমরা প্রজাতিটির প্রায় সম্পূর্ণ কঙ্কাল পেয়েছিলাম, যা সচরাচর ঘটে না।</span></span><span style="font-size:14.0pt">’</span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষক হার্ট বলেন, এটির মাথা ও শরীর সংযুক্ত ছিল। সেই সঙ্গে প্রাণীটির ত্বক ও এর শরীরের বাইরের চারপাশের ফ্যাটি টিস্যুগুলোর জীবাশ্ম এটিকে সত্যিই বিরল এক আবিষ্কারে পরিণত করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষকদলের অনুমান, উভচর এই প্রজাতি দৈর্ঘ্যে প্রায় দেড় মিটার লম্বা ছিল। এর শরীরের গঠন ছিল স্যালামান্ডারের (টিকটিকিসদৃশ প্রাণী) দেহের গঠনের মতো। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি</span></span></span></span></p>