দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, জমি নিয়ে বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বে সাতজন নিহত হয়েছে। গতকাল শনিবার এবং আগের দিন শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। কোথাও গোষ্ঠীগত বিরোধ, কোথাও জমি নিয়ে বিরোধ, আবার কোথাও পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে নিরীহ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তার নিয়ে উল্টা ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মো. সোহরাব হোসেন (২৮) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
তিনি চাতলপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, উভয় গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা। সংঘর্ষে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
কাপাসিয়ায় প্রবাসফেরত তরুণকে কুপিয়ে হত্যা : গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৌদি আরব ফেরত জাহিদুল ইসলাম (২৮)। গত শুক্রবার রাতে বাড়ির পাশে দোকানে বসা অবস্থায় ১০-১২ জন দুর্বৃত্ত তাঁকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, দুর্বৃত্তদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। নিহতের পরিবারের দাবি, জাহিদুলের কোনো শত্রুতা ছিল না।
চট্টগ্রামে চাচাতো ভাইয়ের হাতে কিশোরী খুন : ফটিকছড়িতে চা শ্রমিক সুপ্তা মাজিকে (১৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার চাচাতো ভাই রতন দাশ (৩৭)।
গতকাল ভোরে উদালিয়া চা-বাগানে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে রতন তাকে হত্যা করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সেলাইকাজ শেখা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
মেলান্দহে জমি নিয়ে বিরোধে হামলায় একজন নিহত : জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় জিয়াউল হক (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর জাঙ্গালিয়া এলাকায় এই হামলায় আরো আটজন আহত হয়।
পুলিশ জানিয়েছে, বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে দুই পক্ষের সংঘর্ষে জিয়াউল হক গুরুতর আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে খালেদা বেগম শুকমন (২৬) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।
গতকাল সকালে চাচাতো ভাইয়েরা হাঁসুয়া দিয়ে আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মা, বাবা ও বোন। অভিযুক্তরা পলাতক রয়েছে।
কালকিনিতে নিখোঁজ বৃদ্ধের লাশ পাটক্ষেতে
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের এক দিন পর আব্দুল জলিল সিকদার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল সকালে স্থানীয়রা তাঁর মরদেহ খুঁজে পায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসব ঘটনায় পুলিশ জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে তদন্ত চলমান এবং মামলার প্রক্রিয়া চলছে। সামাজিক ও পারিবারিক বিরোধ, জমি নিয়ে বিবাদ এবং অপরাধপ্রবণ গোষ্ঠীগত সংঘর্ষ এখন উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অভয়নগরে মাছ কাটা শ্রমিকের ঝুলন্ত লাশ
যশোরের অভয়নগরে ইমরান খাঁ (১৮) নামের এক মাছ কাটা শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বিকেলে নওয়াপাড়া মাছবাজার এলাকার একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।