<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে অর্ধশতাধিক </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনসার হাউস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা আশ্রয়স্থল রয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের। সেখানে পলাতক জঙ্গিরা আশ্রয় নেন। করেন গোপন বৈঠক। তাঁদের বেশির ভাগ হত্যা ও নাশকতার মামলার আসামি। জঙ্গিদের অনেকে আনসার হাউসে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারও করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইকারী চক্রের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার ফাতেমা তাসনীম শিখাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শিখার আশ্রয়দাতা হুসনা আক্তারও এ বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। গত ৭ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে শিখা ও হুসনাকে গ্রেপ্তার করে সিটিটিসি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার আদালত থেকে শিখাকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সিটিটিসি। শিখাকে দুই দফায় জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তাঁর কাছ থেকে আরো অনেক তথ্য জানার আছে। গতকাল বুধবার সিটিটিসির কর্মকর্তারা কালের কণ্ঠকে এসব তথ্য জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশ্রয়দাতার স্বীকারোক্তি : হুসনা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি ইউনিটের পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাব-পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে অনেক শীর্ষ জঙ্গির পাশাপাশি মাঠ পর্যায়ের জঙ্গি সদস্যও গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নতুন করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনসার হাউসের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তথ্য পেলেন গোয়েন্দারা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের তৎপরতা বাড়িয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনসার হাউসের সন্ধান করতে গোয়েন্দাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সামনের জাতীয় নির্বাচনের আগেই জঙ্গিদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেল্টার হোম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থাও তৎপর রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটিটিসির এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, আনসার হাউসসহ জঙ্গিদের সম্ভাব্য আস্তানায় তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে। এরই মধ্যে তাঁরা চারটি আনসার হাউসের খোঁজ পেয়ে সেগুলো সিলগালা করে দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জঙ্গিবাদ বিষয়ে অপরাধ বিশ্লেষক ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, জঙ্গিবাদ বরাবরই দেশের জন্য মাথাব্যথার বড় কারণ হয়ে আছে। তাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আরো তৎপর হতে হবে। এত অভিযানের পরও তাদের কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেটাও ভাবনার বিষয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটিটিসির এক কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জঙ্গিদের এই শেল্টার হোম নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে এখান থেকে পরিকল্পনা করে দেশে বড় ধরনের নাশকতা চালানো হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদন্তে যা জানা যাচ্ছে : সিটিটিসি বলছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম তাদের সাময়িক আশ্রয়স্থল বা সেফ হাউসকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনসার হাউস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে। এখানে মাঠ পর্যায়ের জঙ্গি সদস্যের পাশাপাশি শীর্ষ জঙ্গি নেতারা আত্মগোপনে থাকেন। বিভিন্ন মামলার আসামি পলাতক জঙ্গিদের অনেকে দেশে অবস্থান করে বর্তমানে এই শেল্টারে রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে এভাবে আত্মগোপনে থেকে জঙ্গিরা দেশে হামলা চালান। তাঁরা পুলিশের ওপরও হামলা চালিয়েছেন। সর্বশেষ তাঁরা ঢাকার আদালত চত্বরে হামলা চালিয়ে আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য আবু সিদ্দিক সোহেল এবং তাঁর সহযোগী মইনুল হাসান শামিম ওরফে সিফাতকে ছিনিয়ে নিয়েছিলেন। এই দুই জঙ্গি মোটরসাইকেলযোগে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন পুরান ঢাকার সদরঘাটের আনসার হাউসে। পরের দিন তাঁরা নারায়ণগঞ্জে গিয়ে আরেকটি আনসার হাউসে আত্মগোপন করেন। সেখানে আগে থেকে থাকতেন সোহেলের স্ত্রী শিখা ও হুসনা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এভাবে ঢাকা ও ঢাকার উপকণ্ঠ সাভার, গাজীপুরসহ বিভিন্ন বিভাগ, জেলা, থানা এমনকি গ্রামে জঙ্গিদের আনসার হাউস রয়েছে। সেখানে লুকানো আছে বোমা, বিস্ফোরকসহ অস্ত্র। জঙ্গিরা সাধারণত দিনের বেলা সেখান থেকে বের হন না। কেউ কেউ ছদ্মবেশে নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বেশির ভাগ জঙ্গি সদস্য রাতে প্রশিক্ষণও নেন।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটিটিসির প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ৭ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এই দুই নারীকে (জঙ্গি) গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে পলাতক জঙ্গিদের গ্রেপ্তার অভিযান চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিখাকে জিজ্ঞাসাবাদে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন, দেশে বোমা হামলা চালিয়ে হত্যা, নাশকতা চালানো আসামিরা আত্মগোপন করে আছেন আনসার হাউসে। পলাতক অবস্থায় শিখার নারায়ণগঞ্জের বাসায় দুইবার গিয়েছিলেন স্বামী সোহেল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিখার তথ্যের উদ্ধৃতি দিয়ে সিটিটিসির এক কর্মকর্তা বলেন, একটি আনসার হাউসে গোপন বৈঠকের সময় চার থেকে সাতজন অবস্থান করেন। সেখানে তাঁরা সাংগঠনিক আলাপের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারাগারে বিশেষ অ্যাপে যোগাযোগ : কাশিমপুর কারাগারে বন্দি স্বামী শীর্ষ জঙ্গি নেতা আবু সিদ্দিক সোহেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন স্ত্রী ফাতেমা তাসনীম শিখা। গোপনে বিশেষ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনক্রিপ্টেড অ্যাপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর মাধ্যমে নিয়মিত কথা হতো তাঁদের। অন্য জঙ্গিরাও আনসার হাউস থেকে কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সঙ্গে এই অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন। সংগঠনের কারাবন্দি অন্যদের সঙ্গে কথা বলতেন শিখার মতো অন্য নারীরা (স্ত্রী)। কারাগার থেকে আদালতে নেওয়ার পরও স্বামীদের সঙ্গে কথা হতো তাঁদের। শিখার সঙ্গে যোগাযোগ ছিল কারাগারে থাকা সংগঠনের অন্য সদস্যদেরও। এ ছাড়া সরাসরি কারাগারে গিয়েও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে যোগাযোগ রাখতেন তিনি। কারাগার থেকে পালানোর পর সোহেল নারায়ণগঞ্জের বাসায় শিখার সঙ্গে কথা বলেন। ধরা পড়ার আগে এই বাসায়ই অন্য জঙ্গিদের নিয়ে গোপন বৈঠক করে সোহেলকে কারামুক্ত করার পরিকল্পনা করেছিলেন শিখা। দীর্ঘদিনের চেষ্টায় স্বামীকে মুক্ত করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৭ সালে মুক্তমনা ব্লগার অভিজিত রায় ও নীলাদ্রি নিলয় হত্যা মামলার আসামি আবু সিদ্দিক সোহেল গ্রেপ্তার হন। এর পর থেকে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে শিখা কারাবন্দি সোহেলসহ সংগঠনের অন্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চশিক্ষিত শিখা যেভাবে জঙ্গিবাদে : শিখা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ২০১৪ সালে এমআইএসটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি লাভ করেন। এক পর্যায়ে তাঁর ভাই মোজাম্মেল হোসেন ওরফে সাইমনের মাধ্যমে তিনি আনসার আল ইসলামের আদর্শে দীক্ষিত হন। পরে সায়মনের মাধ্যস্থতায় সোহেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সোহেল আনসার আল ইসলামের সামরিক (আসকারি) শাখার সদস্য। বিয়ের পর থেকে তিনি আরো গভীরভাবে সংগঠনের সঙ্গে জড়ান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিকল্পনা কাশিমপুর কারাগারে : গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিকল্পনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ হত্যারও চিন্তা ছিল জঙ্গিদের। পালানোর বিষয়ে বাইরে থাকা জঙ্গিরা নিয়মিত কারাগারের শীর্ষ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। চার জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা থাকলেও দুজন ধরা পড়ে যান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতি থাকায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোতোয়ালি থানায় মামলা করেছেন কোর্ট পরিদর্শক জুলহাস।</span></span></span></span></p>