<p>জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইভিএমে ভোট চুরির আশঙ্কা আছে। এ মেশিন ভালো না মন্দ, সেটা বড় কথা নয়। মেশিনের পেছনে যাঁরা কাজ করবেন, তাঁরা সরকারের চাহিদামতো ফলাফল প্রকাশ করতে পারেন।</p> <p>গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সরকারের অধীন ইভিএমে নির্বাচন হলে আগামী নির্বাচন বর্জন করব—এমন সিদ্ধান্ত এখনো আমরা নিইনি। আমরা বলেছি, ইভিএমের ওপর আমাদের কোনো আস্থা নেই, জনগণের কোনো আস্থা নেই।’</p> <p>এদিকে বাংলাদেশে অব্যবস্থাপনা এবং দুর্নীতিতে স্বাস্থ্য বিভাগ এখন শীর্ষস্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমানে প্রয়োজনের অর্ধেকও নেই চিকিৎসক। লালমনিরহাট জেলার হাসপাতালগুলোতে অনেক চিকিৎসকের পদ শূন্য। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকেও অনেকবার অনুরোধ করেছি। তিনি অনেকবার আশ্ব্বস্ত করলেও কাজের কাজ কিছুই হয়নি। এই চিত্র শুধু লালমনিরহাটে নয়, সারা দেশের সব হাসপাতালের।</p> <p> </p> <p> </p>