ভোলা সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরানগঞ্জ এলাকায় গতকাল ট্রাক্টরের চাপায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ছবি : কালের কণ্ঠ
দিনাজপুরের বিরলের মঙ্গলপুর এলাকায় ঝড়-বৃষ্টির সময় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টায় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম (৪২), স্কুলছাত্র নোয়াজিম আলম (১৬) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ বিন ওসমান (২২)।
পুুলিশ জানিয়েছে, রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে মধ্যরাতে একটি প্রাইভেট কারের তেল শেষ হয়ে গেলে সাদ বিন ওসমান ও নোয়াজিম আলম একটি পাম্পে তেল কিনে ফেরার কোনো যানবাহন পাচ্ছিলেন না।
বিজ্ঞাপন
বোচাগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে চালক ও হেলপারসহ আটক করেছে।
ভোলা : সদর উপজেলায় ট্রাক্টরচাপায় অটোরিকশাযাত্রী মাইশা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরানগঞ্জ বাজারে এ ঘটনায় মাইশার মা জান্নাত এবং ভাই যোবায়েরসহ আরো চারজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা সদরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সাবেক ইউপি সদস্য রুহুল আমীন (৫৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে সার্কিট হাউস সড়কের বিশ্বরোড সংযোগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে ট্রাকের ধাক্কায় কম্বাইন্ড হারভেস্টার উল্টে গিয়ে ফাহিম আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সিলেট : নগরের আখালিয়া এলাকায় রবিবার রাত ১১টার দিকে ট্রাকচাপায় মো. ফয়জুর রহমান (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নরসিংদী : রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে সোমবার দুুপুরে দুটি বাস ও একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে সাত যাত্রী আহত হয়েছেন।