kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

এখনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া শিশুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া শিশুর

চট্টগ্রামে নালায় শিশু কামালের খোঁজে গতকাল অভিযান চালানো হয়

তলিয়ে যাওয়ার ৫২ ঘণ্টা পরও খোঁজ মেলেনি শিশু মোহাম্মদ কামালের (১২)। আগের দিনের মতো গতকাল বুধবারও দিনভর ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থল চট্টগ্রামের ষোলশহরের চশমা খালে অনুসন্ধান অভিযান চালায়।

গত সোমবার নালায় পড়ে নিখোঁজ হয় কামাল। পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর ওই দিন রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া যায়নি। আমরা উদ্ধার অভিযান চলমান রেখেছি। আশপাশের খাল-নালাগুলোও দেখা হচ্ছে। আমাদের ডুবুরি দল, রেসকিউ দল ও বায়েজিদ ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।’

এদিকে নালার স্রোতে ভেসে যাওয়া সন্তানের খোঁজে দিশাহারা বাবা আলী কাউসার। অন্তত লাশটা পেতে চান তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কী করব বুঝতে পারছি না। আমার স্ত্রী মারা গেছে। চার সন্তানের মধ্যে কামাল ছোট। সন্তানদের নিয়ে ষোলশহর স্টেশনের ফুটপাতে থাকতাম। ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে ছেলেটা। এরপর স্টেশনে পেপার বেচত। সারাক্ষণ বাবা বাবা করত। আমার বাবাকে তো পাচ্ছি না।’

 

 সাতদিনের সেরা