kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সবিশেষ

দ্বিতীয়বার কভিড হলে জটিলতার শঙ্কা ৯০% কম

কালের কণ্ঠ ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয়বার কভিড হলে জটিলতার শঙ্কা ৯০% কম

দ্বিতীয়বার কভিড-১৯ আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর আশঙ্কা ৯০ শতাংশ কম। নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। সম্প্রতি কাতারের বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন, দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বিরল ঘটনা। আর যারা আক্রান্ত হয়েছে তাদের রোগের সমস্যাগুলো সাধারণত প্রথমবারের তুলনায় মৃদু। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। কাতারের গবেষকরা ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত কভিড আক্রান্ত তিন লাখ ৫৩ হাজার ৩২৬ জনের তথ্য নিয়েছেন। দেখা গেছে, তাদের মধ্যে মাত্র এক হাজার ৩০৪ জন দ্বিতীয়বার সংক্রমিত হয়েছে। তবে টিকা নেওয়া ৮৭ হাজার ৫৪৭ জনকে গবেষণার হিসাবে রাখা হয়নি। গবেষণায় পাওয়া গেছে, দ্বিতীয়বার কভিড আক্রান্তদের মধ্যে মাত্র চারজনের অবস্থা গুরুতর হয়েছিল। তাদের হাসপাতালে বিশেষ সেবা নিতে হয়েছে। তবে তাদের কাউকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়নি। কেউ মারাও যায়নি। চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দ্বিতীয়বার কভিড আক্রান্তদের মধ্যে প্রথমবারে ২৮ জনের মতো আইসিইউতে ভর্তি ছিল। মৃত্যু হয়েছিল সাতজনের।

প্রথমবার করোনা আক্রান্ত হওয়ার অন্তত ৯০ দিন পর আবার আক্রান্তদের পুনঃসংক্রমণ ঘটেছে বলে ধরা হয়েছে এ গবেষণায়। দ্বিতীয়বার আক্রান্তদের বেশির ভাগের মধ্যে করোনার বেটা ধরন পাওয়া গেছে। অন্যান্য ধরনের তুলনায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতে বেশি সক্ষম এটি।

গবেষকরা বলেন, করোনা ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়ার পর কম ক্ষতিকর হয়ে ওঠে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র : ইনডিপেনডেন্ট।সাতদিনের সেরা