kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

যশোর বোর্ড

চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা

দুর্নীতির অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এই মামলা করেন।

মামলায় আসামিরা হলেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শেখ শরিফুল ইসলাম বাবু এবং শাহী লাল স্টোরের মালিক আশরাফুল আলম। 

দুদকের অভিযোগ, ২০২০-২১ অর্থবছরের সব ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট থেকে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট এসটিডি হিসাব খাতে ৯টি চেক পরিশোধ হয়।

কিন্তু চেকের মাধ্যমে টাকা পরিশোধের হিসাবের সঙ্গে ব্যাংকে জমা দেওয়া টাকার কোনো মিল পাওয়া যায়নি। ওই পাঁচজনের বিরুদ্ধে মালপত্র সরবরাহ না করে অর্থ হাতিয়ে নেওয়া এবং

ভ্যাট ও আয়করের টাকা জমা না দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।সাতদিনের সেরা