kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

১১৫ দিন পর সর্বনিম্ন ২৬ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১১৫ দিন পর সর্বনিম্ন ২৬ প্রাণহানি

১১৫ দিন পর দেশে করোনায় সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব প্রাণহানি ঘটে। এর আগে গত ২৭ মে ২৪ জনের প্রাণ কাড়ে করোনা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৫৫৫ জন আর সুস্থ হয়েছে এক হাজার ৫৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্তসংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮। এর মধ্যে সুুস্থ হয়েছে ১৫ লাখ তিন হাজার ১০৬ জন এবং মারা গেছে ২৭ হাজার ২৫১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫.৬৭ শতাংশ। এ সময় মৃত ২৬ জনের মধ্যে ১৫ জনই নারী। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের চারজন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের দুজন এবং বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একজন করে আছেন।

 

 সাতদিনের সেরা