গোপীবাগ বাজারে ভ্যানে করে আম নিয়ে বসেছেন আহমেদ আলী। জানতে চাইলে জাতের নাম বলেন সাতক্ষীরার গোবিন্দভোগ। দামও কিছুটা বেশি বলেন। দোকানের পাশে মিনিট দশেক দাঁড়িয়ে অন্তত ১০ জনকে দেখা গেল, আম দেখে কয়েক সেকেন্ড নেড়েচেড়েই চলে গেলেন।
গোপীবাগ বাজারে ভ্যানে করে আম নিয়ে বসেছেন আহমেদ আলী। জানতে চাইলে জাতের নাম বলেন সাতক্ষীরার গোবিন্দভোগ। দামও কিছুটা বেশি বলেন। দোকানের পাশে মিনিট দশেক দাঁড়িয়ে অন্তত ১০ জনকে দেখা গেল, আম দেখে কয়েক সেকেন্ড নেড়েচেড়েই চলে গেলেন।
গোপীবাগের মতো মালিবাগ, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, গুলশানসহ রাজধানীর প্রতিটি বাজারেই এখন পাওয়া যাচ্ছে পাকা আম।
আম গবেষণা কেন্দ্র বলছে, সময়মতো এবার বৃষ্টি না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের আমের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মে মাসের শেষ নাগাদ কিছু আম আসতে পারে। তবে আমের মৌসুম শুরু হতে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মহন্ত কালের কণ্ঠকে বলেন, ‘অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এবার সাত মাস খরা ছিল। প্রথম বৃষ্টি হয় ৩ মে। এই অনাবৃষ্টির কারণে এবার আম পরিপুষ্ট হতে সময় বেশি লাগবে। ফলে এবার আম নামানোর সময় পিছিয়ে যাবে। জুনের প্রথম সপ্তাহের আগে এ অঞ্চলের পরিপুষ্ট আম নামানো সম্ভব নয়।’
তাঁর দেওয়া তথ্য মতে প্রথমে গোপালভোগ, তারপর মহান্দা, গোবিন্দভোগ, হিমসাগর, আম্রপালি, ক্ষীরসাপাত, ফজলি, আশ্বিনা ইত্যাদি আম পর্যায়ক্রমে বাজারে আসবে। প্রতিটি জাতের আম বাজারে আসতে মাঝখানে ১০ থেকে ১৫ দিন ব্যবধান হবে।
এখন বাজারে বিক্রি হওয়া আমের মান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরার আম কিছুটা আগে আসে এটা ঠিক। তাই বলে এত আগে নামানোটা সন্দেহের বিষয়। অনেকে বেশি দাম পাওয়ার আশায় পরিপক্ব হওয়ার আগে কিংবা মোটামুটি পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে। এ ক্ষেত্রে কার্বাইড ব্যবহার করে তারা। এসব আম স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
উত্তরবঙ্গে বৃষ্টির কারণে পিছিয়ে গেলেও উল্টো চিত্র সাতক্ষীরায়। গতবারের তুলনায় দিন দশেক আগেই গাছ থেকে আম নামানোর অনুমোদন দিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে, যাচাই-বাছাই করে গত ১ মে থেকে এ অঞ্চলের আম নামানোর অনুমোদন দেওয়া হয়। এপ্রিলের ২৭ তারিখেই তারা এই অনুমোদন দেয় বলে জানা যায়। এ অঞ্চল থেকে এরই মধ্যে দেশের ও বিদেশের বাজারে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ কয়েক জাতের আম বাজারজাত হচ্ছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ১৩ হাজার ১০০ চাষি পাঁচ হাজারের বেশি বাগানে চার হাজার ১১০ হেক্টর জমিতে আমের চাষ করেছেন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মো. নুরুল আসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সাতক্ষীরা অঞ্চলের আম একটু আগেই বাজারজাত করা যায়। গত বছর ১০ মের দিকে বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছিল। এবার ১০ দিন আগেই গাছ থেকে আম নামানোর অনুমোদন দেওয়া হয়েছে। এটা ঠিক যে অনাবৃষ্টির কারণে আমের বৃদ্ধি কিছুটা কম হয়, তবে উপকূলীয় এলাকা হওয়ায় আমাদের সে সমস্যায় পড়তে হয়নি। তা ছাড়া অনেকে সেচের মাধ্যমে পানি দিয়েছে। ফলে আমের বৃদ্ধি সময়মতোই হয়েছে। আমরা যাচাই-বাছাই করে ১ মে থেকে আম হার্ভেষ্টের অনুমোদন দিয়েছি। তবে এ এলাকার হিমসাগর নামানোর অনুমোদন দেওয়া হয়েছে ২১ মের পর থেকে।’
জানা যায়, চলতি মৌসুমে ল্যাংড়া আম ১ জুন থেকে পাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতক্ষীরায়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের চেয়ে অন্তত ১৫ দিন আগে হার্ভেস্টিংয়ের সুবিধা থাকায় সাতক্ষীরার আম রপ্তানিতে বিশেষ গুরুত্ব পায়। মাটি ও আবহাওয়াজনিত কারণে অন্যান্য জেলার তুলনায় কয়েক বছর ধরেই সাতক্ষীরার ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। গত ৮ মে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি এলাকার চাষি দাউদ মোল্লার বাগানের গোবিন্দভোগ আম পেড়ে প্রক্রিয়াজাত করার মাধ্যমে চলতি মৌসুমে বিদেশে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সাতক্ষীরা প্রতিনিধি।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ছাড়া বাগেরহাটে যুবদল নেতাকে হত্যার অভিযোগসহ পাঁচ জেলায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভূন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম শহিদের ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তাঁরা সবাই জমি নিয়ে বিরোধে থাকা শাহাজাহান মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া দেশের অন্য কয়েকটি জেলায়ও পৃথক ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে সোহাগ সরদার (২৭) নামের যুবদলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহের ভালুকায় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা (১৮) তাঁর স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। স্বামী দাবি করেছেন, রূপা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে যুবকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মানকিদাহ এলাকায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে টাঙ্গন নদী থেকে। মৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বাসিন্দা আনোয়ারুল ইসলাম।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের পরপরই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। এটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি ১২২-এ অনবোর্ড সম্পন্ন হয়। সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাই থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি অ্যান-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানানো হয়েছে, কেউই বেঁচে নেই। সিভিল ডিফেন্স, জরুরি ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, অ্যান-২৪ বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা। প্রথমে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
বার্তা সংস্থা তাসের খবর অনুযায়ী, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের মতো দৃষ্টিসীমা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এ কারণে বিমানটি অবতরণের চেষ্টা করে থাকতে পারেন ক্রু।
স্থানীয় জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি গন্তব্যের কাছাকাছি থাকাকালে হঠাৎ করে রাডারের বাইরে চলে যায়। গভর্নর অরলোভ টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন।
উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ আগেই জানিয়েছিলেন। যেখানে উড়োজাহাজটি ‘রাডার থেকে হারিয়ে যায়’, সেটি রাশিয়ার তাইগা বনভূমি অঞ্চলে পড়েছে।
১৯৫০-এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে। রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এ ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয় বলে জানিয়েছে আরটি।
সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলটের ভুল এবং খারাপ দৃশ্যমানতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। সূত্র : রয়টার্স