kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

ইলিয়াস আলীর ‘গুমতথ্য’

এবার মির্জা আব্বাস দাবি করলেন, বক্তব্য বিকৃত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক   

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএবার মির্জা আব্বাস দাবি করলেন, বক্তব্য বিকৃত করা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি পত্রিকায় ছাপা হয়েছে, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা কি আমি বলেছি, কেউ কি প্রমাণ করতে পারবে? অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার কথা বিকৃত করা হয়েছে। পত্রিকায় এসেছে, সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করে নাই—এই কথাও আমি বলি নাই। আমার বক্তব্যকে বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে, টুইস্ট করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে, এই কথাটা কি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে বলা সম্ভব? অর্থাৎ নিজের মাথায় নিজের বোমা ফাটানো, এটা সম্ভব নয়। এখানেও টুইস্ট করা হয়েছে।’

গতকাল রবিবার বিকেলে শাহজাহানপুরে নিজের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন। প্রসঙ্গত, গত শনিবার সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে আব্বাস বলেছিলেন, ইলিয়াস আলী গুমের সঙ্গে আওয়ামী লীগ বা সরকার জড়িত নয়। দলের কারো সংশ্লিষ্টতা রয়েছে বলেও ইঙ্গিত করেন।

গতকাল মির্জা আব্বাস বলেন, ‘আমার সহজ-সরল পরিষ্কার মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে যেসব সাংবাদিক ভাই যার যেখানে প্রয়োজন, একটা লাইন কোড করে, প্রয়োজনে কেটে-ছিঁড়ে, পোস্ট মর্টেম করে, কাটপিস করে ইচ্ছামতো লাগিয়ে দেওয়া হয়েছে। কী কারণে করা হয়েছে তা আমি জানি না। আজকে সকালে ইলিয়াস আলীর বাসায় গেছে একদল সাংবাদিক। তাঁর স্ত্রীকে রীতিমতো চার্জ করেছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এটাই বা কেন? কী এমন ঘটনা ঘটল, হঠাৎ করে এই বিষয়টি নিয়ে এত মাথা ঘামাতে হবে?’ সরকার ইলিয়াসকে গুম করেনি—এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেন বলব যে আমি জানি সরকার জড়িত নয়। আমি কটাক্ষ করে বলেছি। ইট মিনস সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত, তরতাজা, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করল গুম? আমি এটা বলতে চেয়েছি।’

তিনি বলেন, ‘আপনারা কি বের করতে পেরেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড কারা করল? পারেন নাই। সালাহউদ্দিন আহমেদকে পাচার করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, এ রকম আরো হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। কে করল? তারা হাওয়া হয়ে গেল?’ এ সময় দলের নেতা ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 সাতদিনের সেরা