চট্টগ্রামে গত পাঁচ মাসে সর্বশেষ এক দিনে সর্বোচ্চ ২৯১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এক হাজার ৪০৪টি নমুনা পরীক্ষায় ২১ শতাংশের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে বন্দরনগরে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত মোট ২৫ হাজার ১৩৫ জনের দুই-তৃতীয়াংশই নগরে। গতকাল পর্যন্ত শনাক্তের মধ্যে নগরে ১৮ হাজার ৯২২ (৭৫.২৮) ও জেলায় ছয় হাজার ২১৩ জন (২৪.৭২)।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৯টি পরীক্ষাগারে করোনা শনাক্তের মধ্যে নগরে ২৫৫ ও জেলায় ৩৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩১৯ জনের মধ্যে নগরে ২২৪ ও জেলায় ৯৫ জন। শনাক্তের তুলনায় মৃত্যুহার ১.২৭ শতাংশ।
জানা যায়, গত ৩ মার্চ চট্টগ্রামের দামপাড়ার ১ নম্বর গলি এলাকায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত মে ও জুন মাসে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল। গত জুলাই মাস থেকে সংক্রমণ কমার দিকে ছিল। জুন মাসের পর গতকাল ছিল এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এর আগে গত ২৩ নভেম্বর ছিল এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ২৪২ জন। এদিন নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্ত হয়েছিল ১৯.০৬ শতাংশ। গতকাল তা ছাড়িয়ে ২১ শতাংশ হয়েছে। গত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা আবার বেড়ে গেছে।
মন্তব্য