kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

করোনাভাইরাস

মৃত্যু সাড়ে ছয় হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৃত্যু সাড়ে ছয় হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ২৯২ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ২৭৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জন। এর মধ্যে মৃত্যু সাড়ে ছয় হাজার ছাড়িয়ে ছয় হাজার ৫২৪ জনে উঠেছে। সুস্থ হয়েছে তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৪৪ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৬.৮২ শতাংশ। সুস্থতার হার ৮১.৩৮ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১২ জন নারী।

এর মধ্যে ৩১-৪০ বছরের একজন, ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের আটজন এবং ষাটোর্ধ্ব ২৫ জন।

 

মন্তব্য