kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

৮০ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ২৪১৯, সুস্থ ২১৮৩

নিজস্ব প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৮০ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরো বেড়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে সর্বশেষ ৮০ দিনের মধ্যে সর্বোচ্চ দুই হাজার ৪১৯ জন শনাক্ত হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল দুই হাজার ৫৮২ জন। মাঝে প্রতিদিনই শনাক্তের সংখ্যা দুই হাজার ৪১৯ জনের নিচে থেকেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে দুই হাজার ১৮৩ জন। সব মিলে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার লাখ ৪৯ হাজার ৭৬০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৬১১ জন এবং মারা গেছে ছয় হাজার ৪১৬ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫.০৬ ও মোট শনাক্ত ১৬.৮৮ শতাংশ। সুস্থতার হার ৮১.০৭ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ, বাকি সাতজন নারী। এর মধ্যে ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের পাঁচজন ও ষাটোর্ধ্ব ২১ জন। বিভাগওয়ারি ২১ জন ঢাকার, চারজন চট্টগ্রাম, দুজন রাজশাহী ও একজন সিলেটের। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা