kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

শনাক্ত ছাড়াল সাড়ে তিন লাখ

আরো ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
শনাক্ত ছাড়াল সাড়ে তিন লাখ

করোনায় আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। সেই সঙ্গে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৭০৫ জন। সুস্থ হয়েছে দুই হাজার ১৫২ জন। গত কয়েক দিনের তুলনায় তিন সূচকই গতকাল বেড়েছে। সব মিলিয়ে শনাক্ত সাড়ে তিন লাখ ছাড়িয়ে উঠেছে তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন এবং মারা গেছে চার হাজার ৯৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.০৬ শতাংশ, মোট শনাক্ত ১৯.১১, মৃত্যুহার ১.৪২ এবং সুস্থতার হার ৭৩.৭৯ শতাংশ।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৩ জন নারী। তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশু রয়েছে। এ ছাড়া ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৬ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের একজন করে এবং রংপুর বিভাগের দুজন রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা