<p>করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৫৪৪ জন ও সুস্থ হয়েছে দুই হাজার ১৭৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছে চার হাজার ৯৩৯ জন। মোট শনাক্ত তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৩.৩২ এবং মোট শনাক্ত হার ১৯.১৬ শতাংশ। সুস্থতার হার ৭৩.৫৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৪২ শতাংশ। এ ছাড়া মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৯ জন। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন ও ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছে। তারা ১৯ জন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, একজন করে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের।</p> <p>সংক্রমণ পরিস্থিতির সাপ্তাহিক চিত্র তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৭তম সপ্তাহের তুলনায় ৩৮তম সপ্তাহে পরীক্ষা কমেছে ৩.৪১ শতাংশ, শনাক্ত কমেছে ৯.২২ শতাংশ, সুস্থতার হার কমেছে ২১.৩ শতাংশ ও মৃত্যু কমেছে ১৭.২৫ শতাংশ।</p> <p> </p> <p> </p> <p> </p>