kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

সবিশেষ

বাঘ পাড়ি দিল ১৩০০ কিমি!

কালের কণ্ঠ ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাঘ পাড়ি দিল ১৩০০ কিমি!

ভারতে একটি বাঘ দীর্ঘ পথ পাড়ি দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বলা হচ্ছে, বাঘটি পাঁচ মাস সময় ধরে এক হাজার ৩০০ কিলোমিটার বা ৮০৭ মাইল ভ্রমণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত শিকার, নিজের জন্য একটি এলাকা কিংবা একজন সঙ্গীর খোঁজে আড়াই বছর বয়সী এই বাঘটি এত দূর হেঁটে গেছে।

এই বন্য প্রাণীটির গলায় একটি রেডিও কলার বেঁধে দেওয়া হয়েছিল। গত জুন মাসে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের একটি অভয়ারণ্য থেকে এটি এর যাত্রা শুরু করে। রেডিও কলার থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, বাঘটি বহু মাঠ ঘাট, জমি-জমা, খাল-বিল পার হয়ে ও মহাসড়ক ধরে প্রতিবেশী তেলেঙ্গানা রাজ্যে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে মাত্র একবার এর মানুষের সঙ্গে সংঘাত হয়েছে। এতে একজন আহত হয়েছে। ওই লোকটি একটি গ্রুপের সঙ্গে ছিল যারা একটি ঘন জঙ্গলের ঝোপের ভেতরে ঢুকে পড়েছিল, যেখানে ওই বাঘটি বিশ্রাম নিচ্ছিল।

এই নারী বাঘটির নাম সি ওয়ান। মহারাষ্ট্রের টিপেশ্বর বন্য প্রাণী অভয়ারণ্যে এর জন্ম হয়েছিল। সেখানে ১০টির মতো বাঘ আছে বলে ধারণা করা হয়।

বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা বলছেন, বাঘটি কোনো সোজা পথে চলাচল করেনি। সামনে গেছে, আবার পেছনের দিকে হেঁটে চলে গেছে অন্যদিকে। জিপিএস স্যাটেলাইটের সাহায্যে এর গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল। প্রত্যেক ঘণ্টায় ঘণ্টায় বাঘটির অবস্থান সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। তাতে দেখা গেছে বাঘটি গত ৯ মাসে পাঁচ হাজার জায়গায় গিয়েছিল।

ভারতে বন্য প্রাণী ইনস্টিটিউটের গবেষক ড. বিলাল হাবিব বলেন, বাঘটি এর নিজের জন্য একটি বসতি খুঁজছিল, অথবা খুঁজছিল খাদ্য কিংবা একজন সঙ্গী। ভারতে বাঘের জন্য যেসব এলাকা আছে, সেগুলোতে নতুন বাঘের কোনো জায়গা নেই। ফলে বসবাসের জন্যে এদের নতুন এলাকা খুঁজে বের করতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বাঘের জন্যে এমন একটি এলাকা প্রয়োজন, যেখানে এটির শিকার করার মতো ৫০০টি প্রাণী থাকবে, যাতে এর কখনো খাদ্যের অভাব না হয়। সূত্র : বিবিসি।

 

মন্তব্যসাতদিনের সেরা