kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

টানা তৃতীয়বার সংসদ উপনেতা সাজেদা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটানা তৃতীয়বার সংসদ উপনেতা সাজেদা চৌধুরী

টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর-২ আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীকে ৭ ফেব্রুয়ারি থেকে সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। স্বাধীন বাংলাদেশ গড়ায় তাঁর বিশেষ অবদান রয়েছে। দুঃসময়ে তিনি ভরাট কণ্ঠের স্লোগানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছেন। তিনি অনেক চড়াই-উত্রাইয়ের মধ্যেও নৌকার বৈঠা ধরে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শে অবিচল।

মন্তব্যসাতদিনের সেরা