ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

আ. লীগে ‘আজাদ বনাম আজাদ’, বিএনপিতে তিন

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর
আজিজুর রহমান চৌধুরী, জামালপুর
শেয়ার
আ. লীগে ‘আজাদ বনাম আজাদ’, বিএনপিতে তিন

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ছয়জন। তাঁদের মধ্যে বর্তমান সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ রয়েছেন। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন দলের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী তিনজন।

জাতীয় সংসদের ১৩৮ নম্বর নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও বিএনপি আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। জাতীয় পার্টির অবস্থাও সে রকম। তবে জাতীয় পার্টি এ আসনে নির্বাচন করবে। এখানে দলটির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিন দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা এলাকায় গণসংযোগ করার পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে তদবির শুরু করেছেন।

আওয়ামী লীগ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ আসনের দুটি পৌরসভা ও দুটি উপজেলার ১৫টি ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ডেই কমিটি করে ফেলেছেন। দলের সহযোগী সংগঠনগুলোর কমিটিও করা হয়ে গেছে।

সাংগঠনিকভাবে দল গোছানোর পাশাপাশি ক্ষমতাসীন হওয়ার সুবিধা পাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফলে দল আগের চেয়ে বেশ শক্তিশালী। সংসদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার দৌড়ে নিজেদের অবস্থান সুদৃঢ করতে আওয়ামী লীগের সম্ভাব্য ছয় প্রার্থী নিজেদের অনুসারীদের নিয়ে এলাকায় এলাকায় গণসংযোগ করছেন। পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে তদবির শুরু করেছেন তাঁরা।

বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেওয়ানগঞ্জের পুল্লাকান্দি সেতু থেকে শুরু করে সাধুরপাড়া হয়ে বকশীগঞ্জ পর্যন্ত এলাকায় ৩০টি সেতু, কালভার্টসহ পাকা রাস্তা করা হয়েছে।

এতে করে দুই উপজেলাবাসীর ৩০ কিলোমিটার ঘুরপথের দূরত্ব কমে গেছে। বকশীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভাটির উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বকশীগঞ্জে পাঁচটি বড় সেতুসহ অবকাঠামোগত বহু উন্নয়নকাজ এর মধ্যে শেষ হয়েছে। বকশীগঞ্জ থেকে জামালপুর জেলা শহরে যাতায়াতের পথ সুগম করতে বকশীগঞ্জ-জামালপুর সড়ক উন্নয়নে ৩৫৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প একনেকে পাস হয়ে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের প্রায় সব গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। দুই উপজেলার স্কুল, কলেজ, মাদরাসাসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে, যা এখন অনেক উপজেলার কাছে মডেল হিসেবে গণ্য হচ্ছে।

মনোনয়ন প্রসঙ্গে সংসদ সদস্য আরো বলেন, ভোটাররা তাঁকে আবারও সংসদ সদস্য দেখতে চায়।

এ আসনে দলের আরেক শক্তিশালী সম্ভাব্য প্রার্থী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও। দলীয় মনোনয়ন পেতে তিনি কোমর বেঁধেই মাঠে নেমেছেন।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ছাত্রজীবনে দেওয়ানগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও দেওয়ানগঞ্জ কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। তিনি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে সুখ্যাতি অর্জন করেছেন তিনি।

আবুল কালাম আজাদ দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার সবকটি ওয়ার্ডেই গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করেছেন। তিনি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে চাঙ্গা করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ ৩৬ বছর পার করেছি। আমি সর্বদাই এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছি।’ তাঁর অভিযোগ, বিগত দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে গিয়ে তাঁর বড় ভাই আব্দুস সালামকে হারিয়েছেন। তাঁর ওপর হামলার ঘটনায় বর্তমান সংসদ সদস্যের ভাতিজা বিদ্রোহী প্রার্থী নুরন্নবী অপুর সমর্থকরা জড়িত। এর পরও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জামালপুর-১ আসনে নৌকা প্রতীকে বকশীগঞ্জের চেয়ে দ্বিগুণ ভোট পড়েছে দেওয়ানগঞ্জে। সেই হিসাবে এ আসনে দেওয়ানগঞ্জের প্রার্থীকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুুনিশ্চিত।

এই দুজন ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী ইসতিয়াক হোসেন দিদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, দলের একই উপজেলা শাখার সহসভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ ও দলের আরেক নেতা শিল্পপতি এমদাদুল হক। তাঁদের মধ্যে নুর মোহাম্মদ মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন। তিনি বিগত দিনে নিজের টাকায় প্রায় ৩৬ হাজার স্যানিটারি ল্যাট্রিন, ১৪ হাজার টিউবওয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ করেছেন। এ ছাড়া প্রতিটি বাড়িতে দুটি করে গাছ লাগিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

এ আসনে আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী ফারুক আজিজ ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছেন। একাত্তরে তাঁর পরিবারের ১২ জন সদস্য স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে শহীদ হয়েছেন চারজন। ফারুক আজিজ দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। সাধারণ ভোটারদের কারো কারো দাবি, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলে ফারুক আজিজ বিপুল ভোটে বিজয়ী হবেন।

ফারুক আজিজ বলেন, ‘আমি দেওয়ানগঞ্জের অবহেলতি ডাংধরা, চরআমাখাওয়া, হাতিভাঙ্গা, পাররামরামপুর ইউনিয়নসহ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হতে চাই। সে জন্য আগামী নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইব।’ তিনি আরো বলেন, সংসদ সদস্য হলে যমুনা, ব্র্রহ্মপুত্র, দশানি ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও চরাঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ঘটাবেন। চরাঞ্চলে একটি নতুন উপজেলা গঠন এবং দেওয়ানগঞ্জ থেকে কুড়িগ্রামের রৌমারী পর্যন্ত রেললাইন স্থাপনের চেষ্টা করবেন।

আরেক সম্ভাব্য প্রার্থী এমদাদুল হক বলেন, বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়েও অল্পের জন্য হেরে গেছেন। তাই নিজের জনপ্রিয়তা কাজে লাগাতে আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার সামির সাত্তার। তিনি বর্তমান এমপি আবুল কালাম আজাদের ভাতিজা ও সাবেক বাণিজ্যমন্ত্রী জাতীয় পার্টির নেতা এম এ সাত্তারের ছেলে। আসন্ন নির্বাচনে বর্তমান এমপি আবুল কালাম আজাদ যদি নিজে কোনো বিকল্প ভাবেন তাহলে তিনি তাঁর ভাতিজা ব্যারিস্টার সামির সাত্তারকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করতে পারেন বলে এলাকায় গুঞ্জন চলছে। এ ক্ষেত্রে নৌকার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে সামির সাত্তারের।

সামির সাত্তার বলেন, ‘বর্তমান এমপিসহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া জন্মসূত্রেই রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সর্বত্রই আমার ব্যাপক পরিচিতি রয়েছে। দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে এবং বিজয় নিশ্চিত করতে প্রাণান্ত চেষ্টা করব।’

বিএনপি : এ আসনে বিএনপির সম্ভাব্য তিনজন প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া দলের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার রিতা ও দলের চেয়ারপারসন খালেদা জিযার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।

দলীয় সূত্রে জানা গেছে, রশিদুজ্জামান মিল্লাত বিগত চারদলীয় জোট সরকারের আমলে সংসদ সদস্য থাকা অবস্থায় ব্রহ্মপুত্র নদের ওপর পুল্লাকান্দি সেতু নির্মাণ ও নদীভাঙন রোধে যমুনার পশ্চিম তীর সংরক্ষণে বাঁধ নির্মাণ করেছেন। এ ছাড়া তিনি ওই সময়  দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, বহু রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করে দুটি উপজেলার সড়কপথের ব্যাপক উন্নয়ন করেছেন। তবে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। বলা হয়ে থাকে সে কারণে আসনটি বিএনপির হাতছাড়া হয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক ঐক্যও ভেঙে পড়েছে।

এরই মধ্যে এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নামেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম। এ নিয়ে মিল্লাতের সমর্থকদের সঙ্গে তাঁর অনুসারী নেতাকর্মীদের চরম বিরোধ তৈরি হয়। ওই বিরোধের  জের ধরে দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা বিগত দিনে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। এক বছর আগে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রৌফ তালুকদার দল থেকে বহিষ্কৃত হন। এরপর থেকেই বকশীগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম ধস নেমেছে এবং বিএনপির বেশির ভাগ নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এ ছাড়া বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রায় প্রতিটি স্তরেই পকেট কমিটি থাকায় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

তবে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি এলাকায় দলকে চাঙ্গা করাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এতে করে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ—দুই উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চচল্য ফিরে এসেছে।

এ আসনে বিএনপির আরেক সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার রিতা। তিনি দেওয়ানগঞ্জে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রিয় নেত্রী হিসেবেই পরিচিত।

সাহিদা আক্তার রিতা নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে অল্পের জন্য হেরে যান।

অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম দলের মনোনয়ন পেতে মাঝেমধ্যে বকশীগঞ্জে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে সম্প্রতি তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলার কোথাও কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেখা যায়নি।

জাতীয় পার্টি : এ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী আব্দুস সাত্তার দলের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাস্তা থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

শেয়ার
রাস্তা থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
রাস্তা থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাই সড়ক থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

    চার জেলায় ৪ লাশ উদ্ধার
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ছাড়া বাগেরহাটে যুবদল নেতাকে হত্যার অভিযোগসহ পাঁচ জেলায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে।

কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :

গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভূন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম শহিদের ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তাঁরা সবাই জমি নিয়ে বিরোধে থাকা শাহাজাহান মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।

ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

এ ছাড়া দেশের অন্য কয়েকটি জেলায়ও পৃথক ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে সোহাগ সরদার (২৭) নামের যুবদলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, ঘটনাটি হত্যা না আত্মহত্যাময়নাতদন্তের পর বলা যাবে।

ময়মনসিংহের ভালুকায় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা (১৮) তাঁর স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। স্বামী দাবি করেছেন, রূপা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে যুবকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মানকিদাহ এলাকায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে টাঙ্গন নদী থেকে। মৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বাসিন্দা আনোয়ারুল ইসলাম।

মন্তব্য

বিমানে যান্ত্রিক ত্রুটি ২৮৭ যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিমানে যান্ত্রিক ত্রুটি ২৮৭ যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের পরপরই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। এটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি ১২২-এ অনবোর্ড সম্পন্ন হয়। সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাই থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামে অবতরণের পর ২৮৭ জন যাত্রী নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। এরপর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।

 

মন্তব্য

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৫০ আরোহীর সবাই নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৫০ আরোহীর সবাই নিহত

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি অ্যান-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানানো হয়েছে, কেউই বেঁচে নেই। সিভিল ডিফেন্স, জরুরি ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, অ্যান-২৪ বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা। প্রথমে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

এরপর তা খুঁজে বের করতে জরুরি তল্লাশি অভিযান চলছিল বলে জানান আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ। কিন্তু পরে জানানো হয়, এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তারা বিমানের ফিউজলেজের সন্ধান পেয়েছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এমআই-৮ হেলিকপ্টার বিমানটির ফিউজলেজ দেখতে পেয়েছে। এই হেলিকপ্টারটি পরিচালনা করে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।

বার্তা সংস্থা তাসের খবর অনুযায়ী, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের মতো দৃষ্টিসীমা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এ কারণে বিমানটি অবতরণের চেষ্টা করে থাকতে পারেন ক্রু।

এটা হতে এটা হতে পারে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি কারণ। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত বিমানটি চীনের সীমানা লাগোয়া আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

স্থানীয় জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি গন্তব্যের কাছাকাছি থাকাকালে হঠাৎ করে রাডারের বাইরে চলে যায়। গভর্নর অরলোভ টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন।

তার মধ্যে পাঁচজন শিশু। তাদের সঙ্গে ছয়জন ক্রু সদস্যও ছিলেন। তিনি বলেন, বিমান অনুসন্ধানে সব প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়।

উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ আগেই জানিয়েছিলেন। যেখানে উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়, সেটি রাশিয়ার তাইগা বনভূমি অঞ্চলে পড়েছে।

১৯৫০-এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে। রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এ ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয় বলে জানিয়েছে আরটি।

সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলটের ভুল এবং খারাপ দৃশ্যমানতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ