<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশগুলোর একটি নাইজেরিয়া। দেশটিতে ক্রমেই বড় হচ্ছে হালাল পণ্যের বাজার। এরই মধ্যে নাইজেরিয়া বিশ্বের আটটি বৃহৎ স্থানীয় হালাল পণ্যের বাজারের একটিতে পরিণত হয়েছে। ২০২৩ সালে দেশটির হালাল পণ্য ও পরিষেবা খাতে ব্যয় হয়েছে ১০৭ বিলিয়ন মার্কিন ডলার। আশা করা হচ্ছে, ২০২৭ সালে তা ১০.৭ শতাংশ বেড়ে ১৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। সম্প্রতি প্রকাশিত </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাইজেরিয়া হালাল ইকোনমি রিপোর্ট ২০২৩</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই প্রতিবেদনের লক্ষ্য দেশটির সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আঞ্চলিক ও বৈশ্বিক হালাল অর্থনীতিতে সম্পৃক্ত হতে উৎসাহিত করা। এ ছাড়া ব্যাবসায়িক নিয়ম-নীতি সহজ করা, পণ্য উৎপাদনে প্রতিযোগিতা বৃদ্ধি, ভোক্তা সমাজে সচেতনতা সৃষ্টি এবং অংশীদারিমূলক বিনিয়োগ উৎসাহিত করতেও তা কাজ করে। সামগ্রিকভাবে যা নাইজেরিয়ার হালাল অর্থনীতির উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহায়ক হবে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনে নাইজেরিয়ায় হালাল পণ্যের উৎপাদন আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নাইজেরিয়া বর্তমানে আফ্রিকার দেশগুলোতে ৪.২ বিলিয়ন মূল্যের হালাল পণ্য রপ্তানি করে। যার মধ্যে ওআইসিভুক্ত দেশের অংশ মাত্র ৫.৭ শতাংশ। যদি নাইজেরিয়া আগামী চার বছরে ওআইসিভুক্ত দেশগুলোতে রপ্তানির পরিমাণ ২ থেকে ৬ শতাংশ বাড়াতে পারে, শুধু ওআইসিভুক্ত দেশে রপ্তানির পরিমাণ ২৪০ মিলিয়ন থেকে ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।  এ ক্ষেত্রে নাইজেরিয়া কিছু পণ্যকে প্রাধান্য দিতে পারে। যেমন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কফি ও কফিদানা, মাংস ও মাংসের উপজাত পণ্য, চিনি, মিষ্টান্ন, জীবন্ত প্রাণী ও ওষুধ।</span></span></span></span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র : হালাল ইন্ডাস্ট্রি কোয়েস্ট ডটকম</span></span></span></span></span></span></span></span></p>