<div> অবশেষে নতুন কোচ হিসেবে মারভান আতাপাত্তুর নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। তাতে ১৫ বছর পর দেশের কোনো কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা। তিন মাস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালনের পর সাবেক এ অধিনায়কের নিয়োগের বিষয়টি কাল নিশ্চিত করেছে এসএলসি।</div> <div> মঙ্গলবার এসএলসির কোচ নির্বাচন কমিটি সাক্ষাৎকার নেন আতাপাত্তু ও অন্য এক কোচ প্রার্থীর। পরে নির্বাহী কমিটি ‘সর্বসম্মতিক্রমে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মারভান আতাপাত্তুকে।’- কাল এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। কোচের পদের জন্য সব দিক থেকে এগিয়ে ছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন সিরিজে। যার মধ্যে রয়েছে জুনে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজে হতাশ করলেও তাঁর অধীনেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর লঙ্কানরা ২-০তে জিতেছিল টেস্ট সিরিজ।</div> <div> বোর্ডের রাজনীতির চক্করে দেশীয় কোচরা এত দিন সুযোগ পাননি একেবারেই। বিদেশি কোচদের প্রতিই বেশি ঝোঁক ছিল শ্রীলঙ্কার। সেই ১৯৯৯ সালে শেষবার দেশীয় কোচ হিসেবে লঙ্কানদের দায়িত্বে ছিলেন রয় ডায়াস। ১৫ বছর পর এবার নতুন করে সেখানে নাম লেখালেন আতাপাত্তু। ২০০৭ সালে ক্রিকেট ছাড়া সাবেক এ ব্যাটসম্যান ৯০ টেস্টে ৩৯.০২ গড়ে করেছেন সাড়ে পাঁচ হাজার রান। ক্রিকইনফো</div>