kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

থতমত

ফয়েজ রেজা

৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেম লিখেছি ত লিখেছি 

এই যে দেখো- ম ত

ম বলে ত মাত্রা ছাড়া

দেখতে তিনের মতো।    

ত বলে ম তোমার প্রতি

ভক্তি নমঃ নমঃ

আমি যদি আগে বসি

তুমি কত তম?

ত বলে ম তম হবে

ম বলে না, ম ত

ময়ের কাছে ত সর্বদা

করবে মাথা নত।

ম বলে ত আমার পরে

ত বলে ম পরে

তয়ের কথা শোনে ময়ের

চোখে পানি ঝরে।

ত বলে ম আমার ছোট

ম বলে ছোট ত

ত খায় হোঁচট ময়ের কথায়

ম খায় থতোমতো।

 

মন্তব্য