ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে : খালেদা জিয়া

  • ডিসেম্বরের আগেও ভোট সম্ভব : তারেক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। তবে খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার শীর্ষক আলোচনাসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বিএনপি।

সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেখানে তাঁর রেকর্ড করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

একই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানের বক্তব্যে জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া বলেন, প্রতিবছর এই দিনটি (৩০ মে) আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সারা দেশের মানুষ হয়ে পড়েছিল বেদনাসিক্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করে দেশের সঙ্গে তাঁর নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক রাষ্ট্রপতি হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।

এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া।

খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি (জিয়াউর রহমান) শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শিগগির আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাবএই হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আমরা মনে করি, প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাঁদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, তবে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। এই সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। ব্যাবসায়িক সংগঠনগুলো বলছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের উপক্রম এমন অনেক। তারা সরকারের কাছে তা তুলের ধরার সুযোগ পাচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে যোগাযোগ নেই অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সারাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেত, তবে রাজনীতির প্রয়োজন হতো না।

সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রধান বিচারপতি

জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপরও প্রভাব ফেলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপরও প্রভাব ফেলেছে
সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলেছে।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিলম্বিত ও ব্যয়বহুল হলে আইনও অসম্মানিত হয়। সে জন্য বিচারপ্রার্থীদের জন্য আইনি সহায়তা বাড়ানোর আহবান জানান তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় ন্যাশনাল কনফারেন্স অন এডিআর : রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিস ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন (এনএলএএসও)।

অনুষ্ঠানে সৈয়দ রেফাত আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ধারণা করা হয়েছিল, প্রধান বিচারপতির মূল দায়িত্ব হবে আইনের সূক্ষ্ম ব্যাখ্যা প্রদান ও প্রক্রিয়াগত জটিলতায় মনোযোগী হওয়া। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় যে প্রবল পরিবর্তন নিয়ে আসে, তা আমাদের ন্যায়বিচার প্রদানের অগ্রাধিকার ও সেটির পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

শুরু থেকেই স্পষ্ট হয়েছিলএ রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এর পরিপ্রেক্ষিতেই গত এক বছরে আইনগত সহায়তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে।

প্রধান বিচারপতি আরো বলেন, ছাত্র আন্দোলন আমাদের শিখিয়েছে, বৈধতা আসে আস্থা থেকে। আর বিচার বিভাগ আস্থা অর্জন করতে পারবে কেবল তখনই, যখন এটি আরো স্বাধীন, দক্ষ ও মানবিক হবে।

তিনি বলেন, বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও নাগরিক সমাজ একত্রে কাজ করলে একটি জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

মন্তব্য

ওএমএসের ট্রাকের সামনে ক্রেতার ভিড়

শেয়ার
ওএমএসের ট্রাকের সামনে ক্রেতার ভিড়
একটু কম দামে পণ্য কিনতে ওএমএসের ট্রাকের সামনে ক্রেতার ভিড়। গতকাল রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা
মন্তব্য
মঈন খান

ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে
আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা জানানো হয়।

ড. মঈন খান বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাঁদের পছন্দমতো ৩০০ জন প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।

ড. মঈন খান আরো বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য।

বিএনপি এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার মতো বন্দুকের গুলি নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ২০০৯ সালে জন্ম নেওয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সম্পাদক নূর আহমেদ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কে নতুন গতির আশা পাকিস্তানের

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
শেয়ার
সম্পর্কে নতুন গতির আশা পাকিস্তানের

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন গতি আসবে বলে আশা করছে পাকিস্তান। গত রবিবার রাতে বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে, আরো সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়বে।

ইসহাক দার লিখেছেন, সপ্তাহান্তে তিনি বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছেন।

সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, বুদ্ধিজীবী, গবেষণাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিকসমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা প্রসঙ্গে ইসহাক দার লিখেছেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে পূর্ণ মিল ছিল।

আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবনের বিষয়টি ছিল।

ইসহাক দার গত রবিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেছিলেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে। তবে আলাদা ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আমি অবশ্যই একমত না।

বৈঠকের দিন সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের জোরালো ভিত্তি প্রতিষ্ঠা ও সামনে এগিয়ে যাওয়ার জন্য ১৯৭১ সালে জেনোসাইডের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, অবিভাজিত সম্পদ বণ্টন, ১৯৭০ সালে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা স্থানান্তর এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের ঐতিহাসিক দাবিগুলো দ্রুত সুরাহা করার আহবান জানিয়েছে বাংলাদেশ।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসহাক দারের ঢাকা সফর ও আলোচনার বিষয়বস্তু নিয়ে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে স্থান পায় ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতীতে বিভিন্ন সময় পাকিস্তান ১৯৭১ সালের ইস্যু সুরাহা হয়ে গেছে বলে যে দাবি করে আসছিল, এবারের সফরেও তার ধারাবাহিকতা ছিল।

 

নলেজ করিডর চালুর ঘোষণা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর চালুর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর আওতায় আগামী পাঁচ বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়ালেখার জন্য বৃত্তি পাবে, বাংলাদেশ সিভিল সার্ভিসের ১০০ জন সরকারি কর্মকর্তা পাকিস্তানে উচ্চশিক্ষা নেবেন।

এ ছাড়া পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির কোটা পাঁচ থেকে বাড়িয়ে ২৫-এ উন্নীত করা হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ