বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পাঠ করাতে এবার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগর ভবনের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) সকাল ১০টায় নগর ভবনের সামনে আমরা চলে আসব।
এই সময়ের মধ্যে দাবি না মানলে অবস্থা বুঝে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা অচল করা হবে।’
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতারা। গতকাল খিলক্ষেত এলাকায় এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।
’ অন্য এক অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘লুটপাট করার লক্ষ্যে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না।’
অন্যদিকে নিজের ওপর ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাভারে এক অনুষ্ঠানে বলেন, ‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।’
দাবি মানা না হলে চলমান আন্দোলন আরো কঠোর হবে উল্লেখ করে গতকাল আন্দোলনকারীরা জানান, তাঁদের সঙ্গে ডিএসসিসির সব কর্মচারী সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।
এ সময় কয়েকটি সংগঠন আজ সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুেসবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। সংগঠনগুলো হলো স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তাঁর সমর্থকরা। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা।
সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছে অনেক মানুষ।
মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ : ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ দুপুর ১২টায় আদেশ দেবেন হাইকোর্ট।
গতকাল দুপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত এই মামলার শুনানি শুরু হয়।
সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না—রিজভী : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তাঁর কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’ সরকার বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার জন্য ‘গায়ের জোর খাটাচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লুটপাটের লক্ষ্যে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না—দুদু : লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণের যৌক্তিকতা নেই—আসিফ মাহমুদ : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই, আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না।’
গতকাল দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা’ শীর্ষক যুব সমাবেশ ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাককে শপথ না পড়ানোর রিট আবেদনের আদেশ আজ : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ আজ বুধবার হওয়ার কথা। গতকাল হাইকোর্টে শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ঠিক করে দিয়েছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ। আদালতে রিট আবেদনের পক্ষে মোহাম্মদ হোসেন এবং ইশরাক হোসেনের পক্ষে এম মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল শুনানি করেন।