এর বড় অংশই চীনের। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা এসেছেন। দেশেরও দুই হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সরেজমিন তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই আয়োজনের উদ্দেশ্য। বেশ কয়েকটি দেশের বড় বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে।
গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুেফ সিদ্দিকীর সভাপতিত্বে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক কম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম তাঁর কম্পানির সাফল্য ও এ দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। গতকাল তিনি মাত্র কয়েক ঘণ্টার জন্য বিশেষ ফ্লাইটে বাংলাদেশে এসে বিনিয়োগ সম্মেলনে অংশ নেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সম্মেলনে তিনি বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ও বন্দরসহ সমন্বিত বাণিজ্যব্যবস্থা উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। লজিস্টিক খাতের এই কম্পানির চেয়ারম্যান বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারিতে এ দেশের লজিস্টিক উন্নয়ন হলে ব্যবসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বড় সুযোগ তৈরি হবে। আমরা সত্যিকারের বিনিয়োগ এ দেশে করতে চাই। এ দেশে মানবসম্পদ রয়েছে। আছে বড় বাজার। এখানে ব্যবসার সুযোগ অবারিত।’
তৃতীয় দিনের সম্মেলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, ‘এ দেশে প্রযুক্তি হস্তান্তর ও ব্যবসার সুযোগ অবারিত করতে আলাদা অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা আছে।’
দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। গতকাল বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলাকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টারলিংক। সম্মেলনের বিস্তারিত কার্যক্রম ভেন্যু থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) আয়োজনে গত ৭ এপ্রিল থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হচ্ছে চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। গতকাল সম্মেলনের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধন করেন স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক সেবা।
উদ্বোধনের পর সম্মেলনের ভেন্যুতে উপস্থিত সবাই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। বিভিন্ন সাইট ব্রাউজ করার পাশাপাশি অনেকে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং ইউটিউবে ভিডিও দেখেন।
এর আগে গত ২৯ মার্চ স্টারলিংককে বাংলাদেশের বাজারে ব্যবসা করার অনুমোদন দেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। গত ৬ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এর মাধ্যমে বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ প্রশস্ত হয়।
কিহাক সাং পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মানসূচক নাগরিকত্ব
বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব।
চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে গতকাল বুধবার তাঁর হাতে এই স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি পেলেন এই দেশের নাগরিক না হয়েও ‘সম্মানিত নাগরিক’ মর্যাদা।
গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কিহাক সাংয়ের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় ডকুমেন্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে কিহাক সাং তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’
কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।
পুরস্কার পেল ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফ্যাব্রিক লাগবে
কিহাক সাংসহ মোট পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উদ্ভাবনে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশি বিনিয়োগে বিকাশ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিটিক্যালস এবং ওয়ালটনকে একসিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন, ইন্ডিটেক্সের সিইও অস্কার গার্সিয়া মাসেইরাস এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।