<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের নিজ নিজ থানায় আত্মসমর্পণের নির্দেশ দিয়ে মাইকিং করেছে কারা কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, আত্মসমর্পণ না করলে কয়েদিদের বিরুদ্ধে নতুন মামলা করা হবে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টা থেকে নরসিংদী শহরে মাইকিং করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে বিকেলে বিধ্বস্ত কারাগার পরিদর্শন শেষে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নস্যাৎ করার জন্য স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা চলছে। এর সর্বোচ্চ নৃশংসতা হচ্ছে জেলখানায় হামলা ও লুটপাট। সরকারি প্রতিষ্ঠানে এমন নৃশংস আক্রমণ অনাকাঙ্ক্ষিত। লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আইজি প্রিজনের কারাগার পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল সুজাউর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডিআইজি নুরুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের কাছে তথ্য আছে, এখানে জঙ্গি বা দাগি আসামি ছিল। তাদের মধ্যে যারা হত্যা, অস্ত্র, ডাকাতি, ধর্ষণ ও নাশকতা মামলার আসামি তারা এবং হামলাকারীরা মূলত অস্ত্র লুট করে নিয়ে গেছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাধারণ আসামি যাঁরা ছিলেন তাঁদের অনেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাঁরা অনেকেই জেলখানা ছেড়ে যেতে চাননি। তাঁদের কারাগারে হামলাকারীরা চলে যেতে বাধ্য করেছে। এখন যাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাঁরা আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বাকিদের আইনের আওতায় আনা হবে। বিকেল পর্যন্ত কেউ আত্মসমর্পণ করেননি। তবে অনেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। জঙ্গিসহ পলাতক আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডিআইজি আরো বলেন, কারাগারে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করেছে। এর প্রমাণ রয়েছে। তিনি বলেন, নৈরাজ্যের ঘটনায় ৫৮ জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ১৫টি এবং আট হাজার গুলির মধ্যে এক হাজার ৮৫টি উদ্ধার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে কারাগারে লুটপাটের ঘটনায় গতকাল নরসিংদী কারাগারের সুপার আবুল কালাম আজাদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় আরো মামলা করা হবে।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফিরে আসে অনেকেই</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে গত দুই দিনে ৪০ থেকে ৫০ জন আসামি স্বেচ্ছায় কারাগারের ফিরে আসেন। তাঁদের মধ্যে হত্যা মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি নরসিংদীর শিবপুরের নোয়াদিয়া এলাকার স্বপন মিয়া (৪০) রয়েছেন। তিনি ২০২১ সাল থেকে বন্দি ছিলেন নরসিংদী কারাগারে। গত শুক্রবার দুর্বৃত্তরা কারাগার ভেঙে আগুন ধরিয়ে দিলে ৮২৬ জন আসামির মধ্যে স্বপন মিয়াও সটকে পড়েন। তবে পরদিন শনিবার সকালে স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করতে আসেন তিনি। কিন্তু ভয়াবহ সহিংসতায় কারাগারের এমন অবস্থা হয়েছে, সেখানে কাউকে বন্দি রাখার পরিবেশ নেই।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বেচ্ছায় কারাগারে ফিরে আসা আসামিদের প্রায় অভিন্ন ভাষ্য, শুক্রবার দুর্বৃত্তরা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে তাঁদের প্রাণহানির ঝুঁকি সৃষ্টি হয়। আত্মরক্ষায় তাঁরা ওই সময় কারাগার থেকে পালিয়ে যেতে বাধ্য হন। আবার অনেক বন্দিকে পিটিয়ে বের হতে বাধ্য করে দুর্বৃত্তরা। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা ফিরে আসছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বপন মিয়া কালের কণ্ঠকে বলেন, শুক্রবার দুর্বৃত্তরা হামলার সময় বাইরে গোলাগুলির আওয়াজ শোনেন তিনি। তখন তাঁদের সেলের ভেতরে সতর্ক অবস্থায় রাখা হয়। এক পর্যায়ে নৈরাজ্যকারীরা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে। বিভিন্ন সেলে আগুন ধরিয়ে দিলে বন্দিরা প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করেন। অনেক বন্দি বের হতে না চাইলে দুর্বৃত্তরা তাঁদের পিটুনি শুরু করে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আরেক বন্দি রায়পুরার হাসনাবাদ এলাকার মো. কামরুজ্জামানও শনিবার স্বেচ্ছায় ফিরে আসেন। তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সেলের ভেতর আগুন ধরিয়ে দিলে প্রাণ ভয়ে বেরিয়ে যেতে বাধ্য হই। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফিরে এসেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নরসিংদী কারাগারের সুপার আবুল কালাম আজাদ গত শনিবার কালের কণ্ঠকে বলেছিলেন, অনেক কয়েদি স্বেচ্ছায় বন্দি হতে ফিরে এলেও তাঁদের রাখার মতো পরিবেশ নেই। এ বিষয়ে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে। সময়মতো নতুন করে ওয়ারেন্ট জারি হলে আসামিদের কারাগারে ফেরত আসতে বলা হয়েছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>