ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭
রিজার্ভ চুরি

আরসিবিসির বিরুদ্ধে মামলা চালানোর রায় আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আরসিবিসির বিরুদ্ধে মামলা চালানোর রায় আদালতের

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালে আট কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় করা সেই মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আদালত। একই সঙ্গে ব্যক্তিগত এখতিয়ার না থাকায় চারজন বিবাদীকে মামলা থেকে খারিজ করে দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট উল্লিখিত রায় দেন।

ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক পত্রে আরসিবিসি বলেছে, গত ২৯ ফেব্রুয়ারি তারা আদালতের এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছে। গতকাল শনিবার ফিলিপাইনের গণমাধ্যম এনকোয়ারার ডট নেট এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের মামলায় সারবস্তু আছে বলেই মনে করছেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে আরসিবিসি তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা-ভাবনা করছে।

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০২০ সালের ২৭ মে যুক্তরাষ্ট্রের আদালতে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্য থেকে ব্লুমবেরি ও ইস্টার্ন হাওয়াই নামের দুটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দিয়েছেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা খারিজ হয়নি।

গত ২৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের আদালত জানিয়েছেন, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি) ও অন্যান্য বিবাদীর বিরুদ্ধে অন্য অভিযোগে মামলা চলতে পারে, যেমন যে অর্থ আরসিবিসিতে গেছে তা ফেরত দেওয়া।

আরসিবিসি জানিয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে কি না তা ভেবে দেখা হচ্ছে।

তবে রায়ে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট বলেছেন, তিনটি কজ অব অ্যাকশনের আইনি ভিত্তি নেই। আরসিবিসি ব্যাংক ও সব বিবাদীর বিরুদ্ধে অর্থ রূপান্তর, চুরি, আত্মসাৎ এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা বা প্ররোচনা, জালিয়াতি (আরসিবিসির বিরুদ্ধে), জালিয়াতিতে সহায়তা বা প্ররোচনা এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।

এ ছাড়া ব্যক্তিগত এখতিয়ার না থাকায় আরো চারজন বিবাদীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাঁরা হলেন ইসমায়েল রেয়েস, ব্রিজিত ক্যাপিনা, রোমুয়ালদো আগারাদো ও নেস্তর পিনেদা।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। এর পর ২০১৯ সালে ফিলিপাইনের আরসিবিসি, দেশটির ক্যাসিনোসহ ১৭ ব্যক্তি  ও প্রতিষ্ঠান এবং তিন চীনা নাগরিককে আসামি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করে বাংলাদেশ। অভিযোগে বলা হয়, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আসামিরা অর্থ চুরি করেছে।

২০২০ সালের ২০ মার্চ দেওয়া এক রায়ে বলা হয়, মামলাটি টেকনিক্যাল হওয়ায় তা বিচারের জন্য গ্রহণ করা হয়নি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরের সুযোগ আছে। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৭ মে নিউ ইয়র্কের কাউন্টি সুপ্রিম কোর্টে আরেকটি মামলা করে বাংলাদেশ ব্যাংক।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালায় অপরাধীরা। এর মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার লোপাট করতে সক্ষম হয় তারা। অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যায় দুই কোটি ডলার, যা উদ্ধার করা হয়েছে। তবে বাকি আট কোটি ১০ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায়। চুরি যাওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত সব মিলিয়ে তিন কোটি ৪৬ লাখ ডলার উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

শেয়ার
শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে সেই উদ্দেশ্যে খেলতে নেমে টুর্নামেন্টের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর উৎসব করেন আফঈদা খন্দকার-মুনকি আক্তাররা, যেখানে মোসাম্মৎ সাগরিকা একাই তিন গোল করেন। জোড়া গোল করেন মুনকি। ছবি : বাফুফে

মন্তব্য
তিন দিনের আলোচনা শেষ

৩৫% মার্কিন শুল্ক হ্রাসের ব্যাপারে আশাবাদী ঢাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৩৫% মার্কিন শুল্ক হ্রাসের ব্যাপারে আশাবাদী ঢাকা

তিন দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। স্থানীয় সময় (১০ জুলাই) বৃহস্পতিবার দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, সেসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় ওয়াশিংটনে তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তার সঙ্গে সেখ বশির উদ্দিন শুল্ক ইস্যুর পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা করেন।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং রপ্তানি পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি নয়, আমদানির পরিমাণও বাড়ানোর পথে এগোচ্ছে। শুল্ক ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য প্রত্যাশার বিষয়টি জোর দিয়ে উপস্থাপন করেন। এ ছাড়া প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

জেমিসন গ্রিয়ার বাংলাদেশের অবস্থান মনোযোগসহকারে শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশ আমদানিতে আমেরিকা থেকে তুলা, সয়াবিন, বোয়িং বিমানসহ বিভিন্ন পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে, পাশাপাশি আমদানির নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। 

তৃতীয় (শেষ) দিনের আলোচনায় এখনো রিবেট, শুল্ক ছাড় বা কিছু পরিমাণ কমানোর সম্ভাবনা রয়েছে।

এই উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য সম্পর্কের দ্বার উন্মোচিত হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান খালেদা জিয়ার

লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল গতকাল শুক্রবার সাংবাদিকদের জানায়, রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেন।

একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন তিনি।

এর আগে গত বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে যান। সেখানে তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের দুই উপদেষ্টাকে ফোন করে অনুরোধ জানান। ওই সময় তিনি আর্থিক সহযোগিতাও করেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল জানায়, গত দুই দিন ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বরং তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ঝুঁকি রয়েছে। হাসপাতালটির ব্যবস্থাপনা ও জনসংযোগ শাখা জানিয়েছে, ফরিদা পারভীনের চিকিৎসার জন্য গত ৯ জুলাই বিকেল ও ১০ জুলাই সকালে দুই দফা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকরা আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন।

হাসপাতালটির একজন পরিচালক বলেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে খুব ধীরে। আমরা আশাবাদী, তবে চিন্তাও রয়ে যাচ্ছে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা যেকোনো সময় জটিল আকারে রূপ নিতে পারে। তাঁকে দ্রুত পুরোপুরি সুস্থ করে তুলতে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য

এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে তাপমাত্রা বেশি থাকার আভাস

খায়রুল কবির চৌধুরী
খায়রুল কবির চৌধুরী
শেয়ার
এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে তাপমাত্রা বেশি থাকার আভাস

চলতি বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ার বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার উত্তর-পূর্বে অবস্থিত বাংলাদেশের কিছু এলাকায় বৃষ্টি স্বাভাবিক এবং কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। এ ছাড়া এবারের বর্ষা মৌসুমে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে সারা দেশেই।  

চলতি বছরের ২৮ থেকে ৩০ এপ্রিল ভারতের পুনেতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের ৩১তম অধিবেশনে বর্ষা মৌসুমের এই জলবায়ু পূর্বাভাস তুলে ধরা হয়।

অন্যদিকে গত ২ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত দেশের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের বৈঠকেও বর্ষাকাল সম্পর্কে একই পর্যবেক্ষণ উঠে আসে। 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামে দক্ষিণ এশিয়ার সব দেশের আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু তথ্যের ভিত্তিতে ঐকমত্য প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ ছাড়া আমাদের বিশেষজ্ঞ কমিটিও বলেছে, এবার জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত বাংলা ঋতুচক্র অনুযায়ী, আষাঢ়-শ্রাবণ (মধ্য জুন থেকে মধ্য আগস্ট) এই দুই মাস বর্ষাকাল হলেও আবহাওয়া অধিদপ্তরের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস বর্ষা মৌসুম। সে হিসাবেই আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস দিয়ে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশে বছরে গড়ে ২৪২৭.৭ মিলিমিটার বৃষ্টি হয়। এর মধ্যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার এই চার মাসেই দেশে গড়ে ১৭২১ মিলিমিটার বৃষ্টি হয়।

অর্থাৎ মোট বৃষ্টির প্রায় ৭১ শতাংশই হয় বর্ষাকালে। বছরের বাকি আট মাসে হয় ২৯ শতাংশ বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, এবার সিলেট ও রংপুরে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বেশির ভাগ মডেলই উত্তরের সিলেট ও রংপুরে বৃষ্টি অনেকটাই কম দেখায়। এরই মধ্যে আমরা সিলেটে বৃষ্টি অনেকটা কম দেখেছি।

অন্যদিকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি স্বাভাবিক দেখাচ্ছে এবার। এ ছাড়া এবার বর্ষায় সারা দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

তবে এবার বর্ষার প্রথম মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এ মাসে তিনটি লঘুচাপ হলেও তা অনেক বেশি বৃষ্টিপাত ঘটায়নি দেশে। চলতি মাসে এখনো বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরি হয়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে ৮ ও ৯ জুলাই ব্যাপক বৃষ্টিপাতের পর গত ১০ জুলাই থেকে বৃষ্টি কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার দেশে বৃষ্টি অনেকাংশেই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই প্রবণতা থাকতে পারে অন্তত ১৫ জুলাই পর্যন্ত। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, বৃষ্টি কমেছে অনেকটাই। আগামী অন্তত ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টি কম থাকবে। তবে বর্ষাকাল হওয়ায় কোথাও না কোথাও বৃষ্টি থাকবেই। ১৬ জুলাই থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ