শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যায় জাস্টিন ট্রুডোর মন্তব্যকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কে তিক্ততা ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ও ভ্রমণ সতর্কতা জারির পর গতকাল বৃহস্পতিবার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অব্যাহত হুমকির’ মুখে ভারত থেকে বেশ কয়েকজন কূটনীতিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
দুই দেশের চলমান দ্বন্দ্বের মধ্যে কানাডায় শিখদের খালিস্তান আন্দোলনের আরেক নেতা সুখদল সিং নিহত হয়েছেন।
এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভারতীয় অপরাধীচক্র লরেন্স বিষ্ণোইয়ের দল। হরদীপের হত্যার ক্ষেত্রে ভারতীয় গোয়েন্দাদের ‘সম্ভাব্য যোগসূত্রের’ অভিযোগ পাওয়া গেছে বলে আলোড়ন তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী।
গতকাল কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের ভিসা দেওয়া বন্ধ থাকবে।
নয়াদিল্লি বলেছে, নিরাপত্তাগত হুমকির কারণে কানাডায় ভারতীয় মিশনের কার্যক্রম ব্যাহত হওয়ায় এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কানাডার নাগরিকদের ভিসা আবেদনের প্রাথমিক যাচাই- বাছাইয়ের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা বিএলএস ইন্টারন্যাশনাল। এক নোটিশে সংস্থাটি বলেছে, ‘পরিচালনাসংক্রান্ত সমস্যার’ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা পরিষেবা স্থগিত থাকবে।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কানাডায় আমাদের হাইকমিশন ও কনস্যুলেটগুলোতে হুমকি দেওয়া হয়েছে।
এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে ভিসার আবেদনপ্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে।’
ভারতে কানাডার ভিসা পরিষেবা অবশ্য খোলা রয়েছে।
এদিকে ভারতে অবস্থান করা কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনার তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কূটনীতিকের সংখ্যার ক্ষেত্রে সমতা থাকার বিষয়টি আমরা কানাডীয় সরকারকে জানিয়েছি।
কানাডায় অবস্থান করা ভারতীয় কূটনীতিকের চেয়ে ভারতে অবস্থান করা কানাডার কূটনীতিকের সংখ্যা অনেক বেশি। এই সংখ্যা কমতে পারে বলে ধারণা করছি।’
এর কয়েক ঘণ্টা আগেই কানাডার হাইকমিশন জানিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির পরিপ্রেক্ষিতে ভারত থেকে কিছু কূটনীতিককে দেশে ফিরিয়ে নেওয়া হবে।
এক বিবৃতিতে কানাডার হাইকমিশন বলেছে, ‘বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছি। সতর্কতার অংশ হিসেবে আমরা সাময়িকভাবে ভারতে কর্মীদের উপস্থিতি সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে দূতাবাসকর্মীদের নিরাপত্তা দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে কানাডা।
আরেক শিখ নেতা নিহত
কানাডায় খালিস্তান আন্দোলনের আরেক নেতা সুখদল সিং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত বুধবার রাতে ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে দুই দল সন্ত্রাসীর মধ্যে সহিংসতায় তিনি নিহত হন বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কারাবন্দি সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইয়ের দল।
গত বুধবার ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ প্রকাশিত তালিকায় সুখদল সিংকে ‘ক শ্রেণির’ সন্ত্রাসী উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ভুয়া পাসপোর্ট নিয়ে তিনি ২০১৭ সালে পাঞ্জাব থেকে কানাডায় পালিয়ে যান।
সুখদল ভারতের তালিকাভুক্ত সন্ত্রাসী ও খালিস্তান আন্দোলনের নেতা আর্শদ্বীপ দাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে দাবি করেছে নয়াদিল্লি।
ভারতের পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ শিখ জনগোষ্ঠীর মধ্যে স্বাধীন আবাসভূমির খালিস্তান আন্দোলন গড়ে উঠেছিল। আশির দশকে খালিস্তানের দাবি তুঙ্গে ওঠে। ভারতের কেন্দ্রীয় সরকারের কঠোর দমন অভিযানে এ আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে গেলেও কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় প্রবাসী শিখদের মধ্যে এর জোরালো আবেদন রয়ে গেছে। সূত্র : বিবিসি, এএফপি, এনডিটিভি