সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলার প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে দুই জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে।
ঢাকার কেরানীগঞ্জে জেলা বিএনপির সমাবেশে যাওয়া মিছিলকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন।
আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে এক জনসমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলছে।
এই আগুনে পুড়ে তারা ছারখার হয়ে যাবে।
গতকাল বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলন দমানো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী যাত্রাবাড়ীর সমাবেশে বলেন, তিনি (ওবায়দুল কাদের) মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। সে জন্যই কেরানীগঞ্জে দলীয় সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে।
তিনি বলেন, সরকার পতনের ভয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। নিপীড়ন-নির্যাতন করে কণ্ঠস্বর স্তব্ধ করতে চায়।
কেরানীগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ : কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়সহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাটগাঁও এলাকা থেকে গতকাল সকাল ১১টার দিকে যুবদলের একটি মিছিল জিনজিরা বাস রোডে সমাবেশস্থলে যাচ্ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবদলের মিছিলের স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ি শুরু হয়। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে আসা নেতাকর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এ ছাড়া সড়কে থাকা কয়েকটি যান ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আজহার বাঙ্গালীসহ উভয় পক্ষের ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুযাহিদুল ইসলাম মামুনের অভিযোগ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ভাঙচুর করা হয়। এ সময় তাঁদের ২০-২৫ জন নেতাকর্মী আহত হন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে। এ সময় ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মুযাদ্দেদ আলী বাবুর মোবাইলে ফোন দিলেও তাঁরা ধরেননি।
খাগড়াছড়িতে নোমানের গাড়ি ভাঙচুর : খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িও ভাঙচুর করা হয়।
গতকাল সকালে শহরের কলেজ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি ও আওয়ামী লীগ এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, বিনা উসকানিতে আওয়ামী লীগ কর্মীরা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা চালিয়েছে। এতে জেলা বিএনপির সহসভাপতি মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ে হামলা চালানো হয়। এতে ছাত্র ও যুবলীগের চারজন আহত হয়েছেন।
পুলিশ সুপার নাইমুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। [প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন খাগড়াছড়ি ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]