নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো ধরনের সংলাপে বসবে না বিএনপি। সংলাপের আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠির জবাবও দেবে না দলটি। তবে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানাবে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে দলের স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠক সূত্র জানায়, নির্বাচন কমিশনের এই আমন্ত্রণ সরকারের কূটকৌশলের অংশ মনে করে বিএনপি। নেতারা বলেন, সরকারের পরামর্শে সংলাপের চিঠি দেওয়া হয়েছে। এটা এক ধরনের নাটক, যার অংশ হতে চায় না বিএনপি।
দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানোর আগে নাম প্রকাশ করে এ বিষয়ে মন্তব্য করতে চাননি দলের নীতিনির্ধারকরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য কালের কণ্ঠকে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত আগেই ছিল। বিএনপি শুধু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সংলাপে যাবে। অন্য কোনো আলোচনায় অংশ নেবে না।
স্থায়ী কমিটির সভায় সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে কালের কণ্ঠকে বলেছিলেন, ইসির আমন্ত্রণে সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই। তাঁর দল এ সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না বিএনপি।
স্থায়ী কমিটির বৈঠকেও নেতারা বলেন, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে।
এ বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে এখন আর আলোচনার সুযোগ নেই। আর নির্বাচনব্যবস্থা পুনর্বহাল নিয়ে নির্বাচন কমিশনের হাতে কোনো ক্ষমতা নেই। তাই তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো যৌক্তিকতাও নেই।
স্থায়ী কমিটির নেতারা বলেন, চিঠির জবাব দেওয়া হলে সেটি একটি গুরুত্ব পাবে। তাই আমন্ত্রণপত্রের কোনো জবাব দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের হঠাৎ এই উদ্যোগ নিয়ে নেতারা প্রশ্ন তুলেছেন। বৈঠকে এই আমন্ত্রণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতারা। কারো মন্তব্য ছিল, বিদেশিদের চাপে এই চিঠি দেওয়া হয়েছে। কেউ বলেছেন, সরকার জানুয়ারির আগে নির্বাচন করতে চায়। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেভাগে আলোচনা শুরু করছে।
স্থায়ী কমিটির এক নেতা বলেন, চিঠির ভাষাতে স্পষ্ট হয়ে উঠেছে, এটা নির্বাচন কমিশনের এক ধরনের কৌশল। সরকার দ্বারা প্রভাবিত হয়ে লোক-দেখানো নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করছে কমিশন।
রমজানে কর্মসূচি সংক্ষিপ্ত হচ্ছে : রোজায় ইফতারকে কেন্দ্র করে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা সংক্ষিপ্ত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দলের নেতারা মনে করেন, এই সময়ে বড় পরিসরে কর্মসূচি করা কঠিন। অনেক জায়গায় ইফতারের জন্য প্রশাসনের অনুমতি পাওয়া যাচ্ছে না। প্রশাসনের অনুমতি ছাড়া কর্মসূচি সফল করতে গেলে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবেন। তাই সুনির্দিষ্ট কিছু ইফতার কর্মসূচি ছাড়া বাকি কর্মসূচি বাদ দেওয়ার ব্যাপারে মত দেন নেতারা। এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সোচ্চার হবে : নওগাঁতে র্যাব হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনায় বিএনপি সোচ্চার হবে। এ ব্যাপারে বিএনপি দলীয়ভাবে আনুুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করবে। বিএনপি গঠিত নারী ও শিশু অধিকার ফোরাম এবং মহিলা দল পৃথক কর্মসূচি গ্রহণ করবে। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুম ও খুন শুরু হয়েছে অভিযোগ এনে আনুষ্ঠানিক বক্তব্য দেবে দলটি।
দুপুরে স্থায়ী কমিটির বৈঠকের পর গতকাল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কৃষক দল আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।