পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আমন্ত্রণপত্র দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। গতকাল বুধবার সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র দেন। তবে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
বিএনপির পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হচ্ছে কি না—জানতে চাইলে সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘আমার কাছে এই সাতজনকে দাওয়াত দেওয়ার আমন্ত্রণপত্র ছিল। এর বাইরে বিএনপির আর কাউকে দাওয়াত দেওয়া হবে কি না, সেটা আমি জানি না। ’ তিনি বলেন, ‘আমাদের অনেককেই দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমার ওপর আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়ে। গতকাল (মঙ্গলবার) আওয়ামী লীগের নেতাদের দাওয়াত দিয়েছি আজ (বুধবার) বিএনপি নেতাদের দাওয়াত দিলাম। ’
নিমন্ত্রণ প্রসঙ্গে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা এই কার্ড রিসিভ করিনি। আমি অফিসে বসে ছিলাম, জাস্ট তাঁরা দিয়ে গেছেন, ব্যস। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ’