গণভবনে গতকাল পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ সংক্রান্ত সারসংক্ষেপ স্বাক্ষর করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পাশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নিয়ে জল্পনার সমাপ্তি হলো। সেই সঙ্গে নামেরও। নদীর নামেই সেতুর নাম পদ্মা সেতু রাখা হচ্ছে। আর উদ্বোধন করা হবে আগামী ২৫ জুন সকাল ১০টায়।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণসংক্রান্ত সারসংক্ষেপ তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাতে ২৫ জুন উদ্বোধনের তারিখ উল্লেখ করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন গেটে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের অনেক প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নিয়ে সুসংবাদ হলো, আগামী ২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। ’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুটি সামারি নিয়ে গিয়েছিলাম। একটি সামারিতে তারিখ দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সই করেছেন। আরেকটি সামারিতে তিনি স্বাক্ষর করেননি। সেটা হচ্ছে নামকরণ নিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে, এখানে কারোর নাম থাকার দরকার নেই। ’
প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, উদ্বোধন উপলক্ষে সাজসজ্জা করা হবে। এ ছাড়া মাওয়া প্রান্তে সুধী সমাবেশ, আর জাজিরা প্রান্তে একটি জনসভা হবে। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলেছে, তাদের আগে আমন্ত্রণ দেব। ’
পদ্মা সেতুতে এখন চলছে সড়ক চিহ্নিত (রোড মার্কিং) করার কাজ। বাকি আছে বিদ্যুৎ সংযোগ দেওয়া। নদীর ওপর পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। সঙ্গে দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯.৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।