গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু করতেও বলেছেন তিনি। গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিশেষ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন।
বিজ্ঞাপন
বৈঠক শেষে সচিবালয়ে র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।
মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘দেশে যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে। শিগগিরই দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনা মূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে, তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ’
বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘যাঁরা ষাটোর্ধ্ব তাঁদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করা যাচ্ছে, এ মাসেই এ কাজ শুরু করা যাবে। ’ মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও (গতকাল) যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নাই। ’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার অগ্রগতি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছি, সেখানে আমরা সে রকম অগ্রগতি লাভ করতে পারিনি। যেহেতু ফাইজারের টিকা দিতে হচ্ছে, দেশে সব কর্নারে সেভাবে কোল্ড চেইন নেই। যে কয়েকটি জায়গায় আছে, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এটা যাতে আরো বাড়ে, গতি যেন আনতে পারি, সে জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এক হাজার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। আড়াই হাজার বুথ আছে, তার সঙ্গে আরো এক হাজার যোগ হলে আমরা মনে করি, টিকা কার্যক্রম আরো বেগবান হবে। ’
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন যে দুজনের শরীরে শনাক্ত হয়েছিল, তাঁরা এখন ভালো আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি। ’
মন্ত্রিপরিষদসচিব বলেন, আজকের বৈঠকে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছে, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে কথা বলেছেন। ’
গতকালের বৈঠকে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট -২০২১’ ও ‘বাণিজ্য সংগঠন আইন ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ডি-৮ প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় দেশগুলোর শুল্কছাড়ে পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন হয়।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার এবং রাজস্ব ফাঁকি রোধসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অনুস্বাক্ষরিত চুক্তির সংশোধিত খসড়ার অনুমোদন দেওয়া হয়।