kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

করোনায় আরো ৩৫ মৃত্যু

নতুন শনাক্ত ২৩১৬, সুস্থ ২৫৯৩ জন

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আরো ৩৫ মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৩১৬ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৫৯৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৭১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন। মারা গেছে ছয় হাজার ৭৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ এবং মোট শনাক্ত ১৬.৭২ শতাংশ। সুস্থতার হার ৮২.৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২৩ জন নারী। তাদের মধ্যে ১১-২০ বছরের একজন, ২১-৩০ বছরের একজন, ৪১-৫০ বছরের পাঁচজন, ৫১-৬০ বছরের পাঁচজন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছে। তাদের ২২ জন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রামের, একজন করে রাজশাহী ও বরিশালের, তিনজন রংপুরের এবং পাঁচজন ময়মনসিংহের। তাদের সবার মৃত্যু হয়েছে বাড়িতে।

মন্তব্যসাতদিনের সেরা