kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২১, শনাক্ত ১৬০২

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২১, শনাক্ত ১৬০২

দেশে গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১ জন। করোনায় আক্রান্ত হয়ে এক দিনে দেশে এটিই সর্বোচ্চসংখ্যক মৃত্যু। দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ এবং মৃতের সংখ্যা ৩৪৯। গত ২৪ ঘণ্টায় ২১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার হাজার ৫৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.২১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

গতকাল সোমবার করোনা বিষয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ এবং চারজন নারী। তাঁদের বয়স বিভাজনে ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৪১-৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন রয়েছেন। ঢাকা শহরে মারা গেছেন ছয়জন, ঢাকা জেলার সাভারে একজন, কেরানীগঞ্জে একজন, গোপালগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, টাঙ্গাইলে একজন, মানিকগঞ্জে একজন, নোয়াখালীতে দুজন, চট্টগ্রাম শহরে দুজন, কুমিল্লায় একজন, ফেনীতে দুজন, সিলেটে একজন এবং বগুড়ায় একজন। 

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা