kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর

ড. সালেহউদ্দিন আহমেদ

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅর্থনীতির জন্য খুবই ক্ষতিকর

পরিচালকরা ব্যাংকের আসল মালিক নন। আসল মালিক আমানতকারীরা। এই আমানত-কারীদের টাকায় ব্যবসা করে ব্যাংক। কিন্তু পরিচালকদের বেশি ঋণ নেওয়ার ফলে আসল ঋণগ্রহীতা যাঁরা, তাঁরা চাহিদা অনুযায়ী ও সাশ্রয়ী সুদে ঋণ পাচ্ছেন না। এটা অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর ও ভয়ংকর। ব্যাংকিং খাতের জন্য খারাপ নজির। নিজ ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রুলস আছে। কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রে তা নেই। এ কারণে পরিচালকরা এখন নিজ ব্যাংকের পরিবর্তে যেসব ব্যাংকে তাঁদের পরিচালক বন্ধুবান্ধব আছেন, সেসব ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। আমি মনে করি, এটি সুশাসনের জন্য বড় ঘাটতি। এটি মোটেও ঠিক হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এরই মধ্যে ব্যাংকিং খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

লেখক : সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

 

মন্তব্য