<p> দুই বাংলার জনপ্রিয় কবি সুবোধ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখেছেন। কবিতার নাম 'বাংলাদেশ'।</p> <p> বাংলাদেশ</p> <p> নদীর নাম রেখেছিলাম শেখ হাসিনা</p> <p> কোন পাষাণ আজও বলেনি বাংলাদেশকে ভালোবাসি না।</p> <p> সুখ আছে, কষ্ট আছে</p> <p> আছে গরিব ভাইবোন</p> <p> ও মা তোমার শীতল পাটি</p> <p> বিছিয়ে দিলে কখন?</p> <p> দস্যু আছে দাঙ্গা আছে ভণ্ড আছে</p> <p> তোমার এই দেশে</p> <p> ধান আছে প্রাণ জুড়োয় আমার</p> <p> তোমার কাছে এসে।</p> <p> তোমাকে ভালোবাসি</p> <p> তোমার জলে, তোমার আঁচলে</p> <p> মুখ লুকোতে আসি।</p> <p> নদীর নাম রেখেছিলাম শেখ হাসিনা</p> <p> কোন পাষাণ আজও বলেনি বাংলাদেশকে ভালোবাসি না।</p> <p>  </p> <p> এ প্রসঙ্গে সুবোধ সরকার কালের কণ্ঠকে বলেন, 'আমি অভিভূত। বাংলাদেশ যা পারে আর কেউ কি তা পেরেছে। ভাষার জন্য একটি জাতি যুদ্ধ করেছে। দেশ গড়েছে। সেটি নজির। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সন্তান। তাঁর নেতৃত্বে সোনার বাংলা এগিয়ে চলছে।'</p> <p> মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশে আসার আগে তিনি আশা প্রকাশ করে বলেন, 'আমরা যেমন কলকাতায় পদ্মার ইলিশ চাই, তেমনি চাই ঢাকার একুশে বইমেলায়ও আমাদের বই থাক।'</p> <p>  </p> <p>  </p> <p>  </p>