ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ব্যালন ডি'অর ২০১৫ : মনোনীত মেসি-রোনাল্ডো-নেইমার

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
ব্যালন ডি'অর ২০১৫ : মনোনীত মেসি-রোনাল্ডো-নেইমার

চার-তিন-শূন্যের মধ্যে প্রতিযোগিতা! চার থেকে কী পাঁচ হবে? নাকি তিন থেকে চার? নাকি সব হিসেব পাল্টে মেসি-রোনাল্ডোকে ছিটকে নেইমারই পেতে চলেছেন জীবনের প্রথম ব্যালন ডি’অর? আগামী ১১ জানুয়ারি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুরিখেই৷
সোমবারই ফিফা জানিয়ে দিল ২০১৫ ব্যালন ডি’অরের মহারণে চারবারের বিজয়ী মেসি ও তিনবারের শিরোপাধারী রোনাল্ডোর সঙ্গে লড়াইয়ে থাকছেন নেইমার৷ রিয়াল মাদ্রিদের সুপারস্টারের সঙ্গে বার্সার দুই মহাতারকার লড়াই হবে এবার৷
শেষ সাত বছর বিশ্বসেরা ফুটবলের লড়াই সীমাবদ্ধ ছিল মেসি-রোনাল্ডোর মধ্যেই৷ এবার নতুন সংযোজন সাম্বার দেশের বাসিন্দা নেইমার৷ গত মৌসুমে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর পা থেকে এসেছে ৪৫টি গোল৷ মেসি করেছেন ৪৪টি ও নেইমার ৪১টি৷ বিশ্বের প্রতিটি জাতীয় দলের কোচ ও ক্যাপ্টেনে ছাড়াও ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন ফ্রান্স ফুটবলের নির্বাচিত সাংবাদিকরা৷
ব্যালন ডি’অরের জন্য যে তিন কোচ মনোনীত হলেন তাঁরা হলেন-পেপ গুয়ার্দিওয়ালা (বায়ার্ন মিউনিখ), লুইস এনরিকে (বার্সেলোনা) ও জর্জ স্যাম্পোলি (চিলি)৷ মহিলাদের মধ্যে সেরা বর্ষসেরা কোচের জন্য তিন নির্বাচিত ফুটবলার হলেন জিল এলিস (মার্কিন যুক্তরাষ্ট্র), মার্ক স্যাম্পসন (ইংল্যান্ড), নোরিও সাসাকি (জাপান)।
এবার মহিলাদের মধ্যে ব্যালন ডি’অরের জন্য মনোনীত হলেন কার্লি লয়েড ( মার্কিন যুক্তরাষ্ট্র), আয়া নিয়ামা (জাপান), সেলিয়া স্যাসিক (জার্মানি)৷ বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কারের জন্য এবার মনোনয়ন পেয়েছেন আলেসান্দ্রো ফ্লোরেনজি (রোমা বনাম বার্সেলোন), মেসি ( বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো বিলবাও) ও ওয়েন্ডেল লিরা (গোইয়ানেসিয়া বনাম অ্যাটলেটিকো-জিও)৷

সূত্র: কলকাতা

মন্তব্য

সম্পর্কিত খবর

শরীফুল-তানজিম সাকিবের তোপে ১৫ রানে শেষ পাকিস্তানের অর্ধেক উইকেট

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শরীফুল-তানজিম সাকিবের তোপে ১৫ রানে শেষ পাকিস্তানের অর্ধেক উইকেট
মোহাম্মদ হারিসকে আউট করার পর শরীফুলের উদযাপন। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

নাঈম শেখ না পারলেও সুযোগের সদ্ব্যবহার করেছেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েই মিরপুরে আগুন ঝরাচ্ছেন বাঁহাতি পেসার।

শরীফুলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছেন না পাকিস্তানের ব্যাটাররা। বাংলাদেশি পেসারের তোপে ১৪ রানেই ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

এর মধ্যে শেষ দুই উইকেটই নিয়েছেন শরীফুল। ফিরিয়েছেন ৮ রান করা ফখর জামান ও ‘গোল্ডেন ডাক‘ মারা মোহাম্মদ হারিসকে। 

শরীফুলের আগুন ঝরা বোলিংয়ের রেশ শেষ হতে না হতেই উইকেট উদযাপনে যুক্ত হন তানজিম হাসান সাকিব। দলীয় পঞ্চম ও নিজের প্রথম ওভার করতে এসে জোড়া ধাক্কা দিলেন তিনি।

রানের খাতা খুলতে না দিয়েই তৃতীয় ও চতুর্থ বলে দুই ‘নওয়াজ’ হাসান ও মোহাম্মদকে সাজঘরের পথ দেখালেন। তবে হ্যাটট্রিকটা পাননি বাংলাদেশি পেসার। এতে করে পাকিস্তানের ইনিংস ভাঙা ঘরে পরিণত হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ ওভার শেষে ৫ উইকেটে ১৭ রান।

পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে (৫) সঙ্গ দিতে ক্রিজে আছেন এখনো রানের খাতা খুলতে না পারা খুশদিল শাহ।

তবে উইকেট উদযাপনের শুরুটা হয়েছে রান আউটে। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবের (১) রান আউটের মধ্যে দিয়ে। এর আগে জাকের আলি অনিকের ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ বলে আউট হওয়ার আগে ৫৫ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার।

মন্তব্য

জাকেরের ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জাকেরের ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ বাংলাদেশের
বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের-শেখ মেহেদী। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়লেন জাকের আলী অনিক। সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন অন্য প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে ১৩৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন তিনি। শেষ বলে আউট হওয়ার সময় খেলেছেন ৫৫ রানের ইনিংস। 

সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শুরুটা হয় নিজেকে প্রমাণের সুযোগ পাওয়া নাঈম শেখের (৩) বিদায়ে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি, ‍উল্টো ব্যর্থ হয়েছেন। দলীয় ৫ রানে পাকিস্তানের ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে।

দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ২২ রানের জুটি গড়ে ইনিংসের হাল ধরার ইঙ্গিত দেওয়া লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি।

দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিপরীতে ব্যক্তিগত ৮ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। দলীয় ২৫ রানেই ফেরেন তাওহিদ হৃদয়ও। রানের খাতা খোলার আগে প্রান্ত বদল করতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তিনি।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়া দেখা পারভেজও যেন আর ধৈর্য ধরতে পারছিলেন না।

তা না হলে ২৫ রানে ৩ উইকেট হারানো দলের দায়িত্ব কাঁধে না নিয়ে বড় শট হাঁকাতে যাবেন কেন? তবে পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলকে মিড অন পার করাতে পারেননি। পার করার আগেই ১৩ রানে ফাহিমের হাতে ধরা পড়েন প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান। 

সেখান থেকে দলকে ১৩৩ রানের সংগ্রহটা এনে দিয়েছেন জাকের আলী অনিক ও শেখ মেহেদী। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি না গড়লে এই সংগ্রহটা আর পাওয়া হতো না। সমান ২ চার ও ছক্কায় ৩৩ রানে মেহেদী আউট হলে ভেঙে যায় সেই জুটি।

তবে শেষ পর্যন্ত লড়ে গেছেন জাকের। খেলেছেন ৫৫ রানের ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ১ চারে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমান, দানিয়াল ও আব্বাস আফ্রিদি।

মন্তব্য

৪ উইকেট হারিয়ে মিরপুরে ধুঁকছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৪ উইকেট হারিয়ে মিরপুরে ধুঁকছে বাংলাদেশ
প্রান্ত বদল করতে গিয়ে রানআউটের ফাঁদে হৃদয়। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

সিরিজ জয়ের লক্ষ্যে নেমে মিরপুরে কাঁপছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন। 

শুরুটা হয় নাঈম শেখের বিদায়ের মধ্যে দিয়ে। তানজিদ হাসান তামিমের জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার।

ওপেন করতে নেমে ইনিংসের হাল ধরার বিপরীতে অযথা স্কুপ খেলতে গিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। দলীয় ৫ রানের সময় ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের গ্লাভসে বন্দি হন তিনি। 

৩ রান করা নাঈম ফেরার পর ফেরার পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন লিটন দাস। তবে অধিনায়কও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

ব্যক্তিগত ৮ রানের সময় ছক্কা হাঁকাতে গিয়ে বাঁহাতি পেসার সালমান মিজার বলে হাসান নওয়াজকে ক্যাচ দেন। 

অধিনায়ক ফিরতেই নিজের সর্বনাশ ডেকে আনেন তাওহিদ হৃদয়। দলীয় ২৫ রানের সময় মিড অফে বল ঠেলে প্রান্ত বদল করার চেষ্টা করলে নন স্ট্রাইক প্রান্তে তার আসার আগে উইকেট ভেঙ্গে দেন পাকিস্তানের অধিনায়ক আগা সালামান। এতে রানের খাতা খোলার আগেই তার ইনিংসের ‘মৃত্যু’ হয়।

দলীয় খাতায় ৩ রান যোগ হতে না হতেই সতীর্থদের পথ অনুসরণ করেন প্রথম ম্যাচের জয়ের নায়ক পারভেজ। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো ব্যাটার। এতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছে বাংলাদেশ। 
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ ‍উইকেটে ৩৮ রান। ৯ রান করা জাকের আলী অনিকের সঙ্গে ক্রিজে আছেন ২ রানে ব্যাটিং করা শেখ মেহেদী।

মন্তব্য

সিরিজ জয়ের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সিরিজ জয়ের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসের কয়েন ছুড়ছেন লিটন। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তাদের মাটিতে ধবলধোলাই হয়ে ফিরেছে বাংলাদেশ। এবার সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছেন লিটন দাস-তাওহিদ হৃদয়রা। মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে শুরুটাও দারুণ করেছে বাংলাদেশ।

আজ জিতলেই তিন ম্যাচের সিরিজও জিতে যাবে বাংলাদেশ।

সেই লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। নাঈম শেখ ও শরীফুল ইসলামকে জায়গা দিতে আজ বেঞ্চ গরম করবেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ।

অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার আহমেদ দানিয়ালকে সুযোগ দিয়েছে। এতে করে প্রথমবারের মতো পাকিস্তানের জার্সিতে কোনো ম্যাচ খেলতে নামছেন ২৮ বছর বয়সী পেসার।

বাংলাদেশের একাদশ :

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ :

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ