ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

এইচএসসির প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র

  • সুমন ভূইয়া, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র
কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

বিষয়ভিত্তিক পরামর্শ

  ইংরেজি প্রথম পত্র অন্যান্য বিষয়ের মতোই তোমাদের সার্বিক ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক পরিকল্পনা, নিয়মিত পড়াশোনা এবং অধ্যবসায়; তোমাদের সাফল্যের দ্বার খুলে দেবে। মানবণ্টন অনুযায়ী এই বিষয়ে কিভাবে তোমরা তোমাদের প্রস্তুতিকে শাণিত করতে পারো, সে বিষয়ে কিছু কার্যকর পরামর্শ নিচে দেওয়া হলো

 

♦♦  রিডিং অংশ (৬০ নম্বর)

  এই অংশের ভালো ফল তোমাদের আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দেবে।

  MCQ  (প্রদত্ত পাঠ্যবই থেকে, ৫ নম্বর) : টেক্সট বইয়ের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো।

প্রতিটি নতুন শব্দের অর্থ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ শিখে নাও। পাঠের মূলভাব বোঝার চেষ্টা করো, কারণ contextual meaning   বা প্রসঙ্গ অনুসারে অর্থ অনুধাবন করা খুবই জরুরি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে দ্রুত সঠিক উত্তর খুঁজে বের করার দক্ষতা অর্জন করো।

 

     Comprehension Ques tions
(১০ নম্বর) : এটি ‘English For Today’ পাঠ্যপুস্তক থেকে আসে।

এখানে Analysis, Synthesis এবং Evaluation -ভিত্তিক Open-ended প্রশ্ন থাকে। এর জন্য প্রতিটি পাঠ খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। শুধু মুখস্থ করে লিখলে হবে না, নিজের ভাষায় বিশ্লেষণ করে উত্তর লিখতে হবে। প্রশ্নের ধরন বুঝে উত্তর দেওয়ার অনুশীলন করো।
কেন, কী, কিভাবে, কখন, কোথায়এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো। একটি প্রশ্নের উত্তরের জন্য একাধিক পয়েন্ট ব্যবহার করা যেতে পারে, যা তোমার চিন্তার গভীরতা প্রকাশ করবে।

 

     Information Transfer/Flow Chart (১০ নম্বর) : এই অংশে নম্বর তোলা বেশ সহজ, যদি তুমি টেক্সটটি সঠিকভাবে বুঝে তথ্যগুলো চিহ্নিত করতে পারো। ফ্লো-চার্ট তৈরির জন্য নির্দেশিত শব্দ বা বাক্যশৈলী (যেমন: Gerund/Participle (verb+ing), Infinitive (to+V1), noun phrase etc)  ব্যবহার করতে হবে। তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

 

  Summarizing (১০ নম্বর) : একটি প্যাসেজকে এক-তৃতীয়াংশ বা তারও কম শব্দে নিজের ভাষায় সারসংক্ষেপ করা এই অংশের মূল চ্যালেঞ্জ। মূলভাব অক্ষুণ্ন রেখে অপ্রাসঙ্গিকতা বাদ দিতে হবে। সরাসরি বাক্য তুলে না দিয়ে নিজের ভাষায় লেখা অভ্যাস করো। মূল শব্দ এবং ধারণাগুলো যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। এটি অনুশীলনের বিষয়। নিয়মিত ঝঁসসধত্রুব করার অভ্যাস গড়ে তোলো।

 

  Cloze Tes t with Clues (৫ নম্বর) I Without Clues  (১০ নম্বর) : এই দুটি অংশই মূলত তোমাদের শব্দভাণ্ডার এবং ব্যাকরণিক জ্ঞান পরীক্ষা করে।

  With Clues : প্রদত্ত ক্লুগুলো থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে বসাতে হবে।  ক্লুজ টেস্টে ভালো করার জন্য ব্যাকরণের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

     Preposition, Article, Tense, Voice, Narration, Parts of Speech—এগুলোর সঠিক ব্যবহার জানা অত্যাবশ্যক।

 

  Without Clues : এটি তুলনামূলক কঠিন। এখানে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে, যা অর্থের দিক দিয়ে এবং ব্যাকরণগতভাবে সঠিক হয়। এর জন্য প্রচুর পরিমাণ ইংরেজি গল্পের বই পড়া, ইংরেজি সংবাদপত্র পড়া এবং শব্দভাণ্ডার  বাড়ানোর অভ্যাস গড়ে তোলা জরুরি। দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করার চেষ্টা করলে এই অংশে ভালো করা সহজ হয়।

 

     Rearranging (১০ নম্বর) : এটি একটি গল্পের অংশ বা কিছু বাক্য এলোমেলো করে দেওয়া হয়, যা তোমাকে সাজিয়ে একটি অর্থপূর্ণ অনুচ্ছেদ তৈরি করতে হয়। গল্প বা ঘটনার ধারাবাহিকতা বোঝা এবং  Linking Words বা বাক্যাংশের সঠিক ব্যবহার এই অংশে ভালো করার চাবিকাঠি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে দ্রুত সঠিক ক্রম চিহ্নিত করার দক্ষতা অর্জন করো। গ্রাম্য শিক্ষার্থীরা যারা ইংরেজি বই কম পড়ার সুযোগ পাও, তারা নিয়মিত সহজ ইংরেজি গল্পের বই পড়ো।

    এতে Rearranging এবং Comprehension উভয় অংশেই সুবিধা পাবে।

 

   রাইটিং অংশ (৪০ নম্বর)

  এখানে তোমাদের লেখার দক্ষতা এবং সৃজনশীলতার পরীক্ষা হয়।

 
Writing Paragraph Answering Ques tions (১০ নম্বর) : নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। এখানে প্রশ্নের উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে একটি সুসংহত প্যারাগ্রাফ তৈরি করা গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তর ঠিকমতো দিচ্ছ কি না এবং প্যারাগ্রাফটির একটি স্পষ্ট সূচনা, মূল অংশ ও উপসংহার আছে কি না, তা নিশ্চিত করো।

 

  Completing a Story (০৭ নম্বর) : একটি গল্পের শুরু বা কিছু অংশ দেওয়া থাকবে, বাকিটা তোমাকে নিজের মতো করে শেষ করতে হবে। গল্পের ধারাবাহিকতা বজায় রাখা, চরিত্রগুলোর বিকাশ ঘটানো এবং একটি উপযুক্ত নৈতিক শিক্ষা (গড়ত্ধষ) বা উপসংহার দেওয়া গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, তবে সহজ বাক্য ব্যবহার করে এবং পরিচিত বিষয়বস্তু নিয়ে লেখার অভ্যাস করলে ভালো করা সম্ভব।

 

  Writing Informal Letters/E-mails (০৫ নম্বর): এই অংশে নম্বর তোলা বেশ সহজ যদি তুমি সঠিক ফরম্যাট এবং ভাষা ব্যবহার করতে পারো। অনানুষ্ঠানিক চিঠির ক্ষেত্রে বন্ধুসুলভ ও সহজ ভাষা ব্যবহার করতে হয়। ই-মেইলের ক্ষেত্রে ঝঁনলবপঃ ষরহব, ঞড়, ঈপ, ইপপ ইত্যাদি সঠিক স্থানে ব্যবহার করা আবশ্যক। লেখার সময় যেন ব্যাকরণগত ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।

 

  Analyzing Maps/Graphs/Charts (১০ নম্বর) : প্রদত্ত ম্যাপ, গ্রাফ বা চার্টের তথ্য বিশ্লেষণ করে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এখানে তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করা, ট্রেন্ড (উর্ধ্বমুখী, নিম্নমুখী, স্থিতিশীল) ব্যাখ্যা করা এবং একটি উপসংহার টানা গুরুত্বপূর্ণ। ডাটাগুলো যেন সঠিকভাবে উল্লেখ করা হয়, তা নিশ্চিত করো। লেখার সময় তুলনামূলক বিশ্লেষণ এবং সংখ্যাগত তথ্য উপস্থাপন করতে পারো।

 

  Appreciating Short Stories/Poems (Identifzing Theme, Subject-Matter and Interpretation) (০৮ নম্বর) : এই অংশটি তোমাদের সাহিত্য বোধ এবং বিশ্লেষণের ক্ষমতা পরীক্ষা করে। একটি ছোটগল্প বা কবিতা দেওয়া হবে, যার মূল থিম, বিষয়বস্তু এবং নিজস্ব ব্যাখ্যা দিতে হবে। গল্পের বা কবিতার অন্তর্নিহিত অর্থ, লেখকের উদ্দেশ্য এবং তুমি কিভাবে এটিকে দেখছতা নিজের ভাষায় তুলে ধরো। সাহিত্যকর্মের গভীরে প্রবেশ করে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করার চেষ্টা করো। এটি তুলনামূলকভাবে কম চর্চা করা একটি অংশ, তাই এর ওপর বিশেষ মনোযোগ দাও।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ