মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
রিয়ার স্বামী যৌতুকের জন্য তাকে মানসিক নির্যাতন করে। সে স্বামীকে বোঝানোর চেষ্টা করে, স্বামী কিছুতেই বুঝতে চায় না। তাই সে স্বামীকে তালাক দিয়ে গ্রামের স্কুলে শিক্ষকতা করে।
১।
রিয়ার সঙ্গে কার তুলনা করা যায়?
ক. কল্যাণীর খ. মাতিলদা
গ. বিলাসীর ঘ. আহ্লদীর
২। এ তুলনার যৌক্তিক কারণ হিসেবে বিবেচ্য—
i. প্রতিবাদী মানসিকতা
ii. পেশাগত জীবন
iii. বৈবাহিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ‘কামস্কাটকার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. বিলাসী খ. অপরিচিতা
গ. একটি তুলসীগাছের কাহিনি
ঘ. আহ্বান
৪। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কী লেখে?
ক. বাবর খাঁ খ. হালাকু খাঁ
গ. চেঙ্গিস খাঁ ঘ. তুঘলক খাঁ
৫।
‘আমার পথ’ প্রবন্ধানুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়?
ক. পরিশ্রমের খ. ভুলের
গ. চেষ্টার ঘ. সাধনার
৬। আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?
ক. আগুনের ঝাড়ু খ. ধূমকেতু
গ. আগুনের স্ফুলিঙ্গ ঘ. পরিষ্কার করা
৭। ‘মাটির পৃথিবী’ কোন জাতীয় রচনা?
ক. গল্পগ্রন্থ খ. উপন্যাস
গ. নাট্যগ্রন্থ ঘ. কাব্যগ্রন্থ
৮। লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন?
ক. হিউম্যানিটি, মোরালিটি
খ. হিউম্যান ডিগনিটি
গ. রিলিফ, রিহেবিলিটেশন
ঘ. হিউম্যান রাইটস
৯।
সরকার বাবুর সঙ্গে মাসি-পিসি ঝগড়া হয়েছে কী নিয়ে?
ক. আহ্লাদীর বর নিয়ে
খ. তরকারি বিক্রি নিয়ে
গ. বাজারে জায়গা দখল নিয়ে
ঘ. বাজারের তোলা নিয়ে
১০। মাসি-পিসি উপোস থাকে কখন?
ক. দুর্গাপূজায়
খ. লক্ষ্মীপূজায়
গ. শুক্লপক্ষের একাদশীতে
ঘ. কৃষ্ণপক্ষের দ্বাদশীতে
১১। ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে?
ক. নুরুল হুদা খ. ড. আফাজ আহমদ
গ. আকবর সাজিদ ঘ. মিন্টু
১২। ‘রেইনকোট’ গল্পে বর্ণিত ক্রাক-ডাউনের রাতের সঙ্গে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় বর্ণিত কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক. তীব্র স্বচ্ছ পূর্ণিমা খ. কালঘুম
গ. নষ্ট ক্ষেত ঘ. কাল পূর্ণিমা
১৩। ‘যাহা লয়ে ছিনু ভুলে’—এ কথাটার মধ্যে কী প্রচ্ছন্ন রয়েছে?
ক. অনুশোচনা খ. আক্ষেপ
গ. আত্মসমালোচনা
ঘ. আত্মানুসন্ধান
১৪।
দার্শনিক বিচারে ‘সোনার তরী’ কবিতাটি—
i. মহাজাগতিক চেতনাপ্রসূত
ii. দার্শনিক চেতনাপ্রসূত
iii. অতিলৌকিক চেতনাপ্রসূত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। তলোয়ার বা তরবারি—সদৃশ অস্ত্রবিশেষ কোনটি?
ক. হল খ. চক্র
গ. গদা ঘ. কৃপাণ
১৬। ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৭। ‘ধানক্ষেত’ কে রচনা করেছেন?
ক. বিষ্ণু দে খ. জীবনানন্দ দাশ
গ. আহসান হাবীব ঘ. জসীমউদ্দীন
১৮। কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?
ক. বুকে খ. ঘরের পাশে
গ. বাগানে ঘ. হৃদয়ে
উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক
৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক।