পঞ্চম অধ্যায়
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
বহু নির্বাচনী প্রশ্ন
১। দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে?
ক. ১৯৫৫ খ. ১৯৬৫
গ. ১৯৬৬ ঘ. ১৯৬৭
২। পশ্চিম পাকিস্তানের হাতে যে যে ক্ষমতা ছিল তা হলো—
i. মুদ্রা ও অর্থনীতি ii. সামরিক শাসন
iii. কৃষি ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। পশ্চিম পাকিস্তানের স্থলবাহিনীতে কত শতাংশ পূর্ব পাকিস্তানি ছিল?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৪।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়—
i. ইন্দিরা গান্ধীর উদ্যোগে
ii. সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে
iii. জাতিসংঘের উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। পশ্চিম পাকিস্তানের বাজেটের কত শতাংশ সামরিক খাতে ব্যয় করা হতো?
ক. ৪০% খ. ৫০%
গ. ৬০% ঘ. ৭০%
৬। গণ-অভ্যুত্থানের সূচনা হয় কোন আন্দোলনের প্রেক্ষিতে?
ক. ৬ দফা খ. ৮ দফা
গ. ১১ দফা ঘ. ২১ দফা
৭। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রধান কারণ কী?
ক. কাশ্মীর সমস্যা নিয়ে
খ. পানিবণ্টন চুক্তি নিয়ে
গ. সিয়াচেন হিমবাহ নিয়ে
ঘ. সীমান্ত চুক্তি নিয়ে
৮।
‘তাসখন্দ’ কোন দেশের রাজধানী?
ক. উজবেকিস্তানের খ. তাজিকিস্তানের
গ. কাজাকিস্তানের ঘ. তুর্কমেনিস্তানের
৯। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে ছাত্রদের ১১ দফার মধ্যে অন্যতম ছিল—
i. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা
ii. ব্যাংক, বীমা ও বৃহৎ শিল্প জাতীয়করণ করা
iii. জরুরি আইন, নিরাপত্তা ও অন্যান্য দমনমূলক আইন বাতিলকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় কোন ক্ষেত্রে?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামরিক ঘ. শিক্ষা
১১। ছয় দফার অন্তর্ভুক্ত নয়—
i. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ii. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
iii. ছয়টি প্রদেশে দেশকে ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. রর ও ররর ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ মহাদেশের উত্তর ও দক্ষিণ অংশ মিলে একটি রাষ্ট্র।
রাষ্ট্রটির মোট রাজস্বের ৬০ ভাগের বেশি দক্ষিণ অংশ থেকে এলেও উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ ছিল অনুন্নত।
১২। রাষ্ট্রটির দক্ষিণ অংশের সঙ্গে কোন অবস্থার সাদৃশ্য রয়েছে?
ক. সাংস্কৃতিক খ. শাসনতান্ত্রিক
গ. অর্থনৈতিক ঘ. সামরিক
১৩। উক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণ—
i. মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়
ii. ভাষা আন্দোলনের জন্ম দেয়
iii. ছয় দফা আন্দোলনের জন্ম দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কোন আন্দোলনের ফলে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন?
ক. এগারো দফা আন্দোলন
খ. ভাষা আন্দোলন
গ. গণ-অভ্যুত্থান
ঘ. ছাত্র আন্দোলন
১৫।
মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে?
ক. ইয়াহিয়া খান
খ. জুলফিকার আলী ভুট্টো
গ. আইয়ুব খান
ঘ. মোনায়েম খান
১৬। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে?
ক. মুনীর চৌধুরী
খ. অধ্যাপক গিয়াসউদ্দিন
গ. জে সি দেব
ঘ. অধ্যাপক শামসুজ্জোহা
১৭। কিভাবে আইয়ুব খানের পতন হয়?
ক. সেনা বিদ্রোহের মাধ্যমে
খ. আন্তর্জাতিক চাপের কারণে
গ. জনতার চাপের মুখে
ঘ. আলোচনার মাধ্যমে
১৮। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে?
ক. আসাদ খ. রফিক
গ. শফিক ঘ. জব্বার
১৯। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল—
ক. বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা
খ. আঞ্চলিক স্বাধিকার প্রতিষ্ঠা
গ. গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন
ঘ. বাংলাদেশের স্বাধীনতা লাভ
২০। ১১ দফা দাবি ছিল মূলত কিসের দাবি?
ক. স্বাধীনতার খ. স্বায়ত্তশাসনের
গ. রাজনৈতিক ঘ. ভাষার
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
সাবিহা বাবার সঙ্গে প্রথমবার ঢাকায় এসেছে। আসাদগেট এলাকায় এসে বাবার কাছে জানতে চায় এটি আসাদগেট নাম হল কেন? বাবা তাকে নামকরণের ইতিহাস বর্ণনা করেন।
২১। উদ্দীপকটি নিচের কোন দিবসের কথা স্মরণ করিয়ে দেয়?
ক. ভাষা আন্দোলন
খ. ছয় দফা আন্দোলন
গ. ১১ দফা আন্দোলন
ঘ. অসহযোগ আন্দোলন
২২। উক্ত আন্দোলনের ফলে—
i. আমলাতন্ত্রের বিকাশ ঘটে
ii. জাতীয়তাবাদের বিকাশ হয়
iii. স্বাধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। শহীদ আসাদ দিবস পালিত হয়—
ক. ১০ জানুয়ারি খ. ১৫ জানুয়ারি
গ. ২০ জানুয়ারি ঘ. ২৫ জানুয়ারি
২৪। গণ-অভ্যুত্থান দিবস পালিত হয় কত তারিখ?
ক. ১৪ জানুয়ারি খ. ১৮ জানুয়ারি
গ. ২০ জানুয়ারি ঘ. ২৪ জানুয়ারি
উত্তর : ১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ঘ।