সপ্তম অধ্যায়
মানবাধিকার
বহু নির্বাচনী প্রশ্ন
১। শিশুশ্রমের প্রধান কারণ—
ক. শিশুদের ইচ্ছা খ. দারিদ্র্য গ. সচেতনতার অভাব ঘ. লেখাপড়া না জানা
২। সকলকে শিক্ষার সুযোগ দেওয়া উচিত কেন?
ক. সামাজিক অধিকার বলে
খ. মানবাধিকার বলে
গ. রাজনৈতিক অধিকার বলে
ঘ. অর্থনৈতিক অধিকার বলে
৩। অনেক শিশু কাজ করতে বাধ্য হয় কেন?
ক. দারিদ্র্যের কারণে খ. পিতামাতার কারণে গ. সঙ্গদোষে ঘ. কর্মক্ষম বলে
৪।
কোনটি প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ করা উচিত?
ক. মানবাধিকার খ. নিজ স্বার্থ গ. নিজের অধিকার ঘ. পারিবারিক অধিকার
৫। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সকলে যে অধিকার ভোগ করতে পারে তাকে কী বলে?
ক. রাজনৈতিক অধিকার খ. ব্যক্তিগত অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মানবাধিকার
৬। কোনটি মানবাধিকারের উদাহরণ?
ক. নির্যাতন করা খ. আটক করা গ. শিশু পাচার করা ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৭। কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান খ. সবার সমান অধিকার গ. ধর্ম পালনের সুযোগ ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৮।
অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সকলের সাথে মিলেমিশে থাকে খ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
গ. সকলের সঙ্গে খেলাধুলা করে ঘ. সকলের সাথে বন্ধুত্ব করে
৯। অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি?
ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় খ. সব বন্ধুদের সাথে ভালো আচরণ করে
গ. সবার কথা শুনতে পছন্দ করে ঘ. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে
১০। মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধা সৃষ্টি হবে?
ক. মানবিক বিকাশের পথ বাধাগ্রস্ত হবে খ. মুক্তচিন্তার পথ রহিত হবে
গ. আইনের শাসন তিরোহিত হবে ঘ. সমাজে অপরাধপ্রবণতা বাড়বে
১১। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ঘোষণা করে—
ক. জাতিসংঘ খ. বাংলাদেশ সরকার গ. সার্ক
ঘ. বাংলাদেশের রাষ্ট্রপ্রতি
উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ
৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. ক।