ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

  • বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র
অঙ্কন : মাসুম

চতুর্থ অধ্যায়

নিউটনিয়ান বলবিদ্যা

 

জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২০।       বলের ঘাত বা ঘাত কী?

  উত্তর : বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বা ঘাত বলে।

২১।       মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? 

  উত্তর : কোনো গুরুভার বস্তু আশপাশে যে এলাকাজুড়ে এই মহাকর্ষ বলের প্রভাব বিস্তার করে, তাকে মহাকর্ষ ক্ষেত্র বলে।

২২।       মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? 

  উত্তর : মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভর স্থাপন করলে এটি যে পরিমাণ মহাকর্ষ বল অনুভব করে, তাকে ওই ক্ষেত্রের উক্ত বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে।

২৩।       রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতার নীতি বলতে কী বোঝ? 

  উত্তর : একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে, কোনো নির্দিষ্ট দিকে ওই বস্তুগুলোর রৈখিক ভরবেগের সমষ্টি ধ্রুব থাকে।

২৪। রকেট ইঞ্জিনের ধাক্কা বল কাকে বলে? 

  উত্তর : গ্যাস নির্গমনের ফলে গ্যাসের গতির বিপরীত দিকে রকেটের ওপর যে বল প্রযুক্ত হয় তাকে রকেট ইঞ্জিনের ধাক্কা বলে।

২৫।       রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতার নীতি বলতে কী বোঝ? 

  উত্তর : যখন কোনো ব্যবস্থার ওপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হয়, তখন ব্যবস্থাটির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে।

২৬।       জড়তার ভ্রামক কী?

  উত্তর : কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত দৃঢ় বস্তুর কণাগুলোর ভর ও ঘূর্ণন অক্ষ হতে এদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে।

২৭।       জড়তার ভ্রামকের ভৌতিক তাৎপর্য লিখ। 

  উত্তর : রৈখিক গতিতে ভর যে ভূমিকা অবলম্বন করে, ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক সেই ভূমিকা অনুসরণ করে।

এই কারণে জড়তার ভ্রামককে ঘূর্ণন ভর বা ঘূর্ণন জড়তা বলে।

২৮।       চক্রগতির ব্যাসার্ধ কী?

  উত্তর : ঘূর্ণন অক্ষ হতে যে দূরত্বে কোনো বিন্দুতে বস্তুর ভর কেন্দ্রীভূত রয়েছে বিবেচনা করলে ওই অক্ষের সাপেক্ষে কেন্দ্রীভূত বিন্দু বস্তুর জড়তার ভ্রামক এবং ওই অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক একই হয়, তাকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

২৯।       লম্ব অক্ষীয় উপপাদ্য লেখো। 

  উত্তর : কোনো পাতের তলস্থিত পরস্পরের সঙ্গে লম্ব দুটি অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামকের সমষ্টি, ওই অক্ষদ্বয়ের ছেদ বিন্দুগামী এবং পাতের তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামকের সমান।

৩০।       সমান্তরাল অক্ষীয় উপপাদ্য লেখো। 

  উত্তর : কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক হলো বস্তুর ভারকেন্দ্রগামী এবং ওই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর ও অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান।

৩১।       কৌণিক ভরবেগ কাকে বলে? 

  উত্তর : ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান (ব্যাসার্ধ) ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর (ক্রস) গুণফলকে কৌণিক ভরবেগ বলে।

৩২।       টর্ক কী?

  উত্তর : ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান (ব্যাসার্ধ) ভেক্টর এবং বস্তুকণার ওপর প্রযুক্ত বলের ভেক্টর (ক্রস) গুণফলকে টর্ক বলে।

৩৩।       দ্বন্দ্ব কী?

  উত্তর : দুটি সমান, সমান্তরাল ও বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বলে।

৩৪।       কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতার নীতি লেখো। 

  উত্তর : কোনো ব্যবস্থার ওপর ক্রিয়াশীল বাহ্যিক টর্ক শূন্য হলে ওই ব্যবস্থার কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে বা সংরক্ষিত থাকে।

৩৫।       কেন্দ্রমুুখী বল কাকে বলে?

  উত্তর : বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুকণার ওপর যে বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে বস্তুকণাকে বৃত্তাকার পথে চলতে বাধ্য করে, তাকে কেন্দ্রমুখী বল বলে।

৩৬।       কেন্দ্রবিমুখী বা অপকেন্দ্র বল কাকে বলে? 

  উত্তর : বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুকণার ওপর যে বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বিপরীত দিকে ক্রিয়া করে বস্তুকণাকে বৃত্তাকার পথ হতে বিচ্যুত করতে চায়, তাকে কেন্দ্রবিমুখী বা অপকেন্দ্র বল বলে।

৩৭।       ব্যাংকিং কোণ কী?

    উত্তর : অনুভূমিক রাস্তা বা রেললাইনে মোড় বা বাঁক নিতে হলে বাঁকের স্থলে রাস্তার বাঁকের ভেতরের দিকে নিচু এবং বাইরের দিকে উঁচু করে রাস্তা ঢালু করা থাকে। একে রাস্তার ব্যাংকিং বলে। বাঁকের ভেতরের দিকে রাস্তা যে কোণে ঢালু থাকে তাকে ব্যাংকিং কোণ বলে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর  : ঢাকা বিশ্ববিদ্যালয়

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক জানিয়েছেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে, শুধু তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এ জন্য নির্বাচিত তিন হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

সাক্ষাৎকারের দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পাসের মূল গ্রেডশিট এবং দুই কপি ফটোকপি সঙ্গে রাখতে হবে।

ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের ফরম, শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম, আবেদনের ফির রসিদ এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে রাখতে হবে।

 

সাক্ষাৎকার
১৯ জুলাই, শনিবার।

মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকারের সময়

সময়    মেধাক্রম

  ৯:০০-১০:৩০  ১-৭০০

  ১০:৩০-১২:০০ ৭০১-১৪০০

  ১২:০০-১:৩০  ১৪০১-২১০০

  ২:৩০-৪:০০   ২১০১-২৮০০

  ৪:০০-৫:০০   ২৮০১-৩৩১৩

 

স্থান

কনফারেন্স কক্ষ

ডিন অফিস (চতুর্থ তলা)

বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

 

মন্তব্য

দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    এস এম জিহাদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ মিরপুর সরকারি মহিলা কলেজ, ঢাকা
শেয়ার
দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে হিসাবরক্ষণের সুপারিশ করবে?

  ক. খুচরা ব্যবসায়

  খ. মুদি দ্রব্যাদির ব্যবসায়

  গ. মোটরসাইকেল ব্যবসায়

  ঘ. প্রসাধনীর ব্যবসায়

২।        মাল খতিয়ান থেকে জানা যায়

  i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য,

  ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য

  iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

৩।        প্রারম্ভিক মজুদ একক + ক্রয় একক - বিক্রীত একক = ?

  ক. মোট লাভ

  খ. বিক্রীত পণ্যের ব্যয়

  গ. সমাপনী মজুদ একক

  ঘ. পরিচালন মুনাফা

৪।

       কোন সময়ে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয়?

  ক. নির্দিষ্ট হিসাবকালের শেষে

  খ. নির্দিষ্ট হিসাবকালের প্রারম্ভে

  গ. বছরের শুরুতে

  ঘ. বছরের মাঝামাঝি সময়ে

৫।        বিন কার্ড থেকে কী জানা যায় না?

  ক. মজুদ মালের মূল্য

  খ. মজুদ মালের পরিমাণ

  গ. মজুদ মালের প্রাপ্তি

  ঘ. মজুদ মালের নির্গমন

৬।        একজন ক্রেতা ২০,০০০ টাকা মূল্যের পণ্যের চালান বিক্রেতা থেকে পেল এবং যাতে লেখা ছিল শর্ত ২/১০, নিট/৪৫, এখানে ২/১০ কী?

  ক. বাট্টার সময়কাল

  খ. ঋণের সময়কাল

  গ. নগদ বাট্টা ঘ. ক্রয় বাট্টা

৭।        হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের চলতি সম্পত্তিসমূহ ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে প্রদর্শন করতে হয়?

  ক. মিলকরণ নীতি

  খ. পূর্ণ প্রকাশ নীতি

  গ. রক্ষণশীল নীতি

  ঘ. সমন্বয় নীতি

৮।

       মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা যৌক্তিক?

  ক. FIFO খ. LIFO

  গ. সাধারণ গড় পদ্ধতি

  ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি

৯।        পণ্য পরিবহনসংক্রান্ত শর্ত হচ্ছে

  i. 2/10, net/30

     ii. FOB destination

     iii. FOB shipping point

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১০।       উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুদ রাখা আবশ্যক তাকে কী বলে?

  ক. গড় মজুদ  খ. সর্বোচ্চ সীমা

  গ. সর্বনিম্ন সীমা    ঘ. নিরাপত্তা মজুদ

১১।       বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে?

  i. প্রাপ্ত মালের পরিমাণ

  ii. ইস্যুকৃত মালের পরিমাণ

  iii. মালের মূল্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১২।

      ২/১০ নিট ৩০ বলতে বোঝায়

  i. ১০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা

  ii. ৩০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা

  iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে।

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১৩।       তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো

  ক. নিত্য মজুদ পদ্ধতি

  খ. কালান্তিক মজুদ পদ্ধতি

  গ. সরেজমিনে গণনা পদ্ধতি

  ঘ. তৈরি মজুদ পদ্ধতি

১৪।       একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কত ভাগে বিভক্ত করা হয়?

  ক. ৩ ভাগে   খ. ২ ভাগে

  গ. ৫ ভাগে   ঘ. ৭ ভাগে

১৫।       একটি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা?

  ক. ৫০০ টাকা খ. ১,৫০০ টাকা

  গ. ২,৫০০ টাকা   ঘ. ২,০০০ টাকা

১৬।

      প্রারম্ভিক মজুদ ৪ টাকা দরে ৬০০ একক, চলতি মাসে ৬ টাকা দরে ৪০০ একক ক্রয় করা হয়। বিক্রয় ৮ টাকা দরে ৮০০ একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত টাকা?

  ক. ৫৮০ টাকা খ. ৯৬০ টাকা

  গ. ৫০০ টাকা ঘ. ২৭০ টাকা

 

    উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ।

 

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত
অঙ্কন : মাসুম

পঞ্চম অধ্যায়

গুণিতক এবং গুণনীয়ক

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৮।        যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক রয়েছে তাকে কী বলে?

  ক. উৎপাদক           খ. মৌলিক সংখ্যা

  গ. গুণিতক  ঘ. গুণনীয়ক

  উত্তর : খ. মৌলিক সংখ্যা

৯।        নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

  ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৫ 

  উত্তর : ক. ১         

১০।       ৩ এর ৪র্থ গুণিতক কোনটি?

          ক. ৩     খ. ৯     গ. ১২     ঘ. ১

          উত্তর : গ. ১২

১১।

      ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

          ক. ৩টি     খ. ৪টি     গ. ৫টি     ঘ. ৬টি

          উত্তর : খ. ৪টি

১২।       ১৫ এর গুণনীয়ক কয়টি?

  ক. ৪টি     খ. ৫টি     গ. ৬টি     ঘ. ৭টি

  উত্তর : ক. ৪টি

১৩।       যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত?

  ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৪

  উত্তর : ক. ১

১৪।       মৌলিক সংখ্যার কতটি গুণনীয়ক থাকে?

  ক. ৫টি     খ. ৪টি     গ. ৩টি     ঘ. ২টি

         উত্তর : ঘ. ২টি

১৫।

       ৪ ও ৫ এর লসাগু কত?

  ক. ২৫     খ. ২৬     গ. ২০     ঘ. ১৫

  উত্তর : গ. ২০

১৬।       নিচের কোনগুলো ৮ সংখ্যাটির গুণিতক?

  ক. ২, ৪, ৬, ৮      
খ. ৫, ১০, ১৫, ২০

  গ. ৮, ১৬, ২৪, ৩২   
ঘ. ৬, ১২, ১৮, ২৪

    উত্তর : গ. ৮, ১৬, ২৪, ৩২

 

 

মন্তব্য

ষষ্ঠ শ্রেণি : ইংরেজি দ্বিতীয় পত্র

    সুমন ভূইয়া, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : ইংরেজি দ্বিতীয় পত্র

Identification of

parts of speech

     Identify the parts of speech of the underlined words in the following passage.

1.  The (a) old woman sat (b) quietly on the bench, watching the (c) children play in the (d) park. She smiled (e) gently as a (f) small boy chased a butterfly. (g) Suddenly, he stumbled, but (h) quickly recovered. She often wondered (i) why they had so much energy. The sun began (j) to set, casting long shadows.


Answer

     (a) old = adjective

     (b) quietly = adverb

     (c) children = noun      (d) park = noun

     (e) gently = adverb

     (f) small = adjective

     (g) Suddenly = adverb

     (h) quickly = adverb

     (i) why = conjunction

      (j) to = preposition

 

2. A (a) wise owl lived (b) in a (c)  tall tree near the (d) river. Every (e) evening, it would hoot (f) loudly, its sound echoing (g) through the forest. (h) Many animals came to it for advice, because the owl (i) truly understood their problems. It always offered (j) helpful solutions.

 

     Answer

     (a) wise = adjective

     (b) in = preposition

     (c) tall = adjective

     (d) river = noun

     (e) evening = noun

     (f) loudly = adverb

     (g) through = preposition

     (h) Many = adjective

     (i) truly = adverb

     (j) helpful = adjective

 

3. The (a) busy chef prepared (b) delicious meals (c) for the customers. He worked (d) tirelessly from morning (e) till night. (f) Although he was exhausted, he always took (g) pride in his work. The restaurant was (h) incredibly popular, and people traveled (i) far to taste his (j) famous dishes.

 

     Answer

     (a) busy = adjective

     (b) delicious = adjective

     (c) for = preposition

     (d) tirelessly = adverb

     (e) till = preposition

     (f) Although = conjunction

     (g) pride = noun

     (h) incredibly = adverb

     (i) far = adverb

     (j) famous = adjective

 

4. She (a) carefully packed her (b)  suitcase for the (c) long journey. She had (d) always dreamed of visiting (e) distant lands. Her passport was (f) new and she checked (g) (it) twice. (h) Finally, she closed the bag. She felt a (i) sense of excitement building (j)  within her.

    
Answer

     (a) carefully = adverb

     (b) suitcase = noun

     (c) long = adjective

     (d) always = adverb

     (e) distant = adjective

     (f) new = adjective

     (g) it = pronoun

     (h) Finally = adverb

     (i) sense = noun

     (j) within = preposition

 

5.  The (a) little bird sang (b) sweetly on the (c) branch. Its (d) melodious tune filled the (e) morning air. A (f) cat watched (g) silently from (h) below, its eyes fixed on the bird. (i) However, the bird quickly flew (j) away, escaping danger.


Answer

     (a) little = adjective

     (b) sweetly = adverb

     (c) branch = noun

     (d) melodious = adjective

     (e) morning = adjective

     (f) cat = noun

     (g) silently = adverb

     (h) below = adverb

     (i) However = adverb

     (j) away = adverb

 

6. He (a) quickly finished his (b)  homework, then ran (c) outside to play. The (d) sun was shining (e)  brightly, and his friends were (f)  already there. They decided (g) (to) play football. (h) Everyone enjoyed the game (i) immensely, until their parents called (j) them home.


Answer

     (a) quickly = adverb

     (b) homework = noun

     (c) outside = adverb

     (d) sun = noun

     (e) brightly = adverb

     (f) already = adverb

     (g) to = preposition

     (h) Everyone = pronoun

     (i) immensely = adverb

          (j) them = pronoun

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ