মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। পরিবহন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. সময়গত খ. স্বত্বগত গ. স্থানগত ঘ. প্রচারগত
২। বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত?
ক. ২০০৫
খ. ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১
৩। ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?
ক. দ্রব্য বিনিময়
খ. প্রযুক্তির উন্নয়ন
গ. কাগজি মুদ্রার প্রচলন
ঘ. ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ
৪।
কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?
ক. চিকিৎসক খ. শিক্ষক গ. আইনজীবী ঘ. মৎসজীবী
৫। নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে?
ক. বিএসটিআই
খ. বিআইএম গ. বিসিক ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
৬। কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হলো—
i. গল্প, প্রবন্ধ, কবিতা
ii. মিউজিক কম্পোজিশন
iii. চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?
ক. নিজের দক্ষতা
খ. নিজের পুঁজি
গ. ঋণ করা অর্থ
ঘ. নিজের মনোবল
উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সিলভার টেক্সটাইল লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি প্রতিবছর তাদের অর্জিত মুনাফার একটি অংশ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ব্যয় করে থাকে। তা ছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব কর্মকাণ্ড বিশেষভাবে লক্ষণীয়।
৮। উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিচের কোনটির অন্তর্গত?
ক. ব্যবসায় মূল্যবোধ
খ. সহায়ক সেবা
গ. ব্যবসায় নৈতিকতা
ঘ. সামাজিক দায়বদ্ধতা
৯।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির এরূপ কার্যক্রম গ্রহণের ফলে—
i. সুনাম বৃদ্ধি পায়
ii. ব্যবসায় সম্প্রসারণ সুযোগ বৃদ্ধি
iii. ব্যয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কোন ধরনের অংশীদারদের দায় অসীম?
ক. ঘুমন্ত অংশীদার
খ. নামমাত্র অংশীদার
গ. সীমিত অংশীদার
ঘ. সাধারণ অংশীদার
১১। কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কাজ পরিচালনার নিয়মনীতি লেখা হয়ে থাকে?
ক. চুক্তিপত্রে
খ. নিবন্ধনপত্রে
গ. পরিমেল নিয়মনীতি
ঘ. স্মারকলিপি
১২। বিসিক-এর প্রধান কাজ কী?
ক. বিনিয়োগ পরামর্শদান
খ. ঋণদান
গ. প্রশিক্ষণদান
ঘ. কর অবকাশ
১৩। কর অবকাশ কোন ধরনের সহায়তার অন্তর্গত?
ক. উদ্দীপনামূলক
খ. সমর্থনমূলক
গ. সংরক্ষণমূলক
ঘ. পরামর্শমূলক
১৪।
আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি হলো—
i. আত্মবিশ্বাস
ii. ধৈর্যশীলতা
iii. মার্জিত ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ মাইক্রোস্ক্রিনিং-এর কোন উপাদানের অন্তর্গত?
ক. কারিগরি দিক
খ. আর্থিক দিক
গ. বাণিজ্যিক দিক
ঘ. বাজার চাহিদা
১৬। ২০১০ সালের শিল্পনীতিতে চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা কোনটি?
ক. ফেনী
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. খাগড়াছড়ি
১৭। উৎপাদনমুখী বৃহৎ শিল্পের নিয়োজিত শ্রমিক সংখ্যা কত?
ক. ১০০ জনের অধিক
খ. ১৫০ জনের অধিক
গ. ২০০ জনের অধিক
ঘ. ২৫০ জনের অধিক
উত্তর : ১. গ ২. খ ৩. গ ৪. ঘ
৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ক
১০. ক ১১. গ ১২. ক ১৩. খ
১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ।