ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

এসএসসির প্রস্তুতি : ব্যবসায় উদ্যোগ

  • মোসাম্মাৎ শরীফা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এসএসসির প্রস্তুতি : ব্যবসায় উদ্যোগ
বাংলাদেশে বর্তমানে ২০০৯ সালের ট্রেডমার্ক আইন প্রচলিত। ছবি : সংগৃহীত

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।        পরিবহন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?   

          ক. সময়গত        খ. স্বত্বগত               গ. স্থানগত        ঘ. প্রচারগত  

২।        বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত?  

          ক. ২০০৫    

  খ. ২০০৯       
গ. ২০১০            

  ঘ. ২০১১ 

৩।        ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?  

          ক. দ্রব্য বিনিময়     

  খ. প্রযুক্তির উন্নয়ন     

  গ. কাগজি মুদ্রার প্রচলন   
ঘ. ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ 

৪।

       কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?   

          ক. চিকিৎসক  খ. শিক্ষক               গ. আইনজীবী   ঘ. মৎসজীবী

৫।        নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে?   

          ক. বিএসটিআই         

  খ. বিআইএম      গ. বিসিক          ঘ. বাণিজ্য মন্ত্রণালয়  

৬।        কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হলো 

          i. গল্প, প্রবন্ধ, কবিতা      
ii. মিউজিক কম্পোজিশন
iii. চলচ্চিত্র

          নিচের কোনটি সঠিক?

          ক. iii       

  খ. iiii            
গ.
iiiii
       

  ঘ. i, ii iii

৭।        আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?  

          ক. নিজের দক্ষতা  

  খ. নিজের পুঁজি            

  গ. ঋণ করা অর্থ       

  ঘ. নিজের মনোবল 

  উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  সিলভার টেক্সটাইল লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি প্রতিবছর তাদের অর্জিত মুনাফার একটি অংশ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ব্যয় করে থাকে। তা ছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব কর্মকাণ্ড বিশেষভাবে লক্ষণীয়।  

৮।        উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিচের কোনটির অন্তর্গত?    

          ক. ব্যবসায় মূল্যবোধ     
খ. সহায়ক সেবা   
গ. ব্যবসায় নৈতিকতা    
ঘ. সামাজিক দায়বদ্ধতা 

৯।

       উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির এরূপ কার্যক্রম গ্রহণের ফলে 

          i. সুনাম বৃদ্ধি পায়         
ii. ব্যবসায় সম্প্রসারণ সুযোগ বৃদ্ধি        
iii. ব্যয় বৃদ্ধি পায় 

          নিচের কোনটি সঠিক?

          ক. iii                 খ. iiii           
গ.
ii iii            ঘ. i, ii iii

১০।       কোন ধরনের অংশীদারদের দায় অসীম?   

          ক. ঘুমন্ত অংশীদার       
খ. নামমাত্র অংশীদার     
গ. সীমিত অংশীদার     
ঘ. সাধারণ অংশীদার   

১১।       কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কাজ পরিচালনার নিয়মনীতি লেখা হয়ে থাকে?     

          ক. চুক্তিপত্রে       

  খ. নিবন্ধনপত্রে        

  গ. পরিমেল নিয়মনীতি   

  ঘ. স্মারকলিপি  

১২।       বিসিক-এর প্রধান কাজ কী?  

          ক. বিনিয়োগ পরামর্শদান     
খ. ঋণদান       

  গ. প্রশিক্ষণদান      
ঘ. কর অবকাশ 

১৩।       কর অবকাশ কোন ধরনের সহায়তার অন্তর্গত?

          ক. উদ্দীপনামূলক    

  খ. সমর্থনমূলক        

  গ. সংরক্ষণমূলক     

  ঘ. পরামর্শমূলক   

১৪।

      আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি হলো   

          i. আত্মবিশ্বাস       
ii. ধৈর্যশীলতা         
iii. মার্জিত ব্যবহার 

          নিচের কোনটি সঠিক?

          ক. iii                 খ. iiii           
গ.
ii iii            ঘ. i, ii iii 

১৫।       ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ মাইক্রোস্ক্রিনিং-এর কোন উপাদানের অন্তর্গত?  

          ক. কারিগরি দিক   
খ. আর্থিক দিক           
গ. বাণিজ্যিক দিক      
ঘ. বাজার চাহিদা

১৬।       ২০১০ সালের শিল্পনীতিতে চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা কোনটি?  

          ক. ফেনী     
খ. বান্দরবান            
গ. রাঙামাটি      
ঘ. খাগড়াছড়ি

১৭।       উৎপাদনমুখী বৃহৎ শিল্পের নিয়োজিত শ্রমিক সংখ্যা কত? 

          ক. ১০০ জনের অধিক
খ. ১৫০ জনের অধিক     
গ. ২০০ জনের অধিক   
ঘ. ২৫০ জনের অধিক

 

  উত্তর : ১. গ ২. খ ৩. গ ৪. ঘ
৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ক
১০. ক ১১. গ ১২. ক ১৩. খ
১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ।

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ