মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
ক. ইতিহ খ. ইতি
গ. ঐতিহ্য ঘ. ঐতিহ
২। শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?
ক. গৌড় খ. বঙ্গ
গ. সমতট ঘ. বরেন্দ্র
৩। ওলন্দাজ নামে পরিচিত কারা?
ক. ইউরোপীয়রা খ. ফরাসিরা
গ. ইংরেজরা ঘ. ডাচরা
৪।
ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়—
i. শিক্ষানুরাগী ছিলেন বলে
ii. নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে
iii. উত্তর ভারতে প্রভুত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে?
ক. ১ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭১
গ. ২৩ মার্চ ১৯৭১ ঘ. ২৬ মার্চ ১৯৭১
৬। সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?
ক. সমতট খ. হরিকেল
গ. বরেন্দ্র ঘ. চন্দ্রদ্বীপ
৭। আর্যদের ভাষার নাম কী?
ক. সংস্কৃত খ. প্রাচীন বৈদিক
গ. গৌড়ীয় ঘ. অপভ্রংশ
৮।
মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান
গ. ইস্কান্দার মির্জা ঘ. লিয়াকত আলী খান
৯। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন—
i. ধর্ম প্রচার করতে
ii. নতুন রাজ্য জয় করতে
iii. মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০। কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে?
ক. ১৯৯৯ খ. ২০০০
গ. ২০০১ ঘ. ২০০২
১১। বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্য কী?
i. গণতন্ত্রের চর্চা
ii. রাষ্ট্র পরিচালনা
iii. সাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. জনসন ফুলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাঁকে উত্খাত করেন।
জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে জনসন আড়াল থেকে শাসনকার্য পরিচালনা করেন। জনসন ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসনব্যবস্থার প্রবর্তন করে।
১২। উক্ত ব্যক্তির বিশেষ শাসনপদ্ধতির ফলে—
i. কৃষি অর্থনীতি ভেঙে পড়ে
ii. ভয়াবহ খাদ্যসংকট দেখা দেয়
iii. অনেক লোকের মৃত্যু ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩। মি. জনসনের কর্মকাণ্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে?
ক. লর্ড কর্নওয়ালিস খ. ওয়ারেন হেস্টিংস
গ. লর্ড কার্জন ঘ. রবার্ট ক্লাইভ
১৪।
ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন?
ক. সুতানটিতে খ. সুরাটে
গ. চন্দননগরে ঘ. হুগলিতে
১৫। সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
ক. প্রথম বাহাদুর শাহ
খ. ফখরুদ্দিন
গ. দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ. শাহ সুজা
উত্তর : ১. ক ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ।