প্রথম অধ্যায়
সমাজকর্ম : প্রকৃতি ও পরিধি
জ্ঞানমূলক প্রশ্ন
১। রাষ্ট্রের সংজ্ঞা কী?
উত্তর : রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজবিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সব প্রতিষ্ঠানের ওপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।
২। অ্যারিস্টটল এর মতে রাষ্ট্র কী?
উত্তর : ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’।
৩। অধ্যাপক গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাটি লেখ? উত্তর : ‘রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত’।
৪। আইন কাকে বলে?
উত্তর : সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে।
৫। তথ্য অধিকার আইন কী?
উত্তর : জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে
সুনিশ্চিত করার লক্ষ্যে যে আইন প্রণীত হয় তা-ই তথ্য অধিকার আইন।
৬। নাগরিক কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে।
৭। ‘The Modern State’—গ্রন্থের লেখক কে?
উত্তর : আর এম ম্যাকাইভার।
৮। পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কী?
উত্তর : পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হলো নাগরিকত্ব ও রাষ্ট্র।
৯।
টি এইচ গ্রিনের মতে আইন কী?
উত্তর : ‘রাষ্ট্র কর্তৃক আয়োজিত অধিকার এবং বাধ্যবাধকতাগুলো হলো আইন’।
১০। নাগরিকের প্রধান কর্তব্য কী?
উত্তর : নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা।
১১। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
উত্তর : রাষ্ট্রীয় গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব।
১২। অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইনের সংজ্ঞা কী?
উত্তর : ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়’।
১৩। নাগরিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : লেটিন শব্দ Civics থেকে Citizen বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়।
১৪। রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর : রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার।
১৫। অ্যারিস্টটল প্রদত্ত নাগরিকের সংখ্যাটি লেখ?
উত্তর : ‘সেই ব্যক্তিই নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধি ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে’।
১৬। আইনের প্রধান উৎস কোনটি?
উত্তর : আইনের প্রধান উৎস আইনসভা।
১৭। রাষ্ট্রবিজ্ঞানী হলান্ডের মতে আইনের প্রধান উৎস কয়টি?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী হলান্ডের মতে আইনের প্রধান উৎস ৬টি।
১৮। বাংলাদেশ সরকার কত সালে তথ্য অধিকার আইন জারি করে?
উত্তর : বাংলাদেশ সরকার ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন জারি করে।
১৯। নাগরিকের তথ্য পাওয়ার অধিকার সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর : নাগরিকের তথ্য পাওয়ার অধিকার সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে।
২০। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি ও কী কী? উত্তর : রাষ্ট্র গঠনের মূল উপাদান চারটি। যথা—জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
২১। আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি?
উত্তর : আইনের সবচেয়ে প্রাচীন উৎস হলো প্রথা।
২২। রাষ্ট্র কয় ধরনের ভূমিকা পালন করে?
উত্তর : রাষ্ট্র দুই ধরনের ভূমিকা পালন করে।
ক) নিয়ন্ত্রণমূলক ও খ) কল্যাণমূলক
২৩। মোনাকোর জনসংখ্যা কত?
উত্তর : মোনাকোর জনসংখ্যা ৩৮,৯৬৩ জন।