<p>চতুর্থ অধ্যায়</p> <p><strong>মানব শারীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন</strong></p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>১।        রক্তের তাপমাত্রা কত?</p> <p>            ক. ৩৬-৩৮০ সে.            খ. ৩৮-৩৯০ সে.<br /> গ. ৪০-৪২০ সে.            ঘ. ৪৫-৫০০ সে.</p> <p>২।        রক্তের আপেক্ষিক গুরুত্ব কত?</p> <p>            ক. প্রায় ১.০৫০ খ. প্রায় ১.০৬০<br /> গ. প্রায় ১.০৬৫ ঘ. প্রায় ১.০৭০</p> <p>৩।        রক্তরসে পানির পরিমাণ কত?</p> <p>            ক. ৯০-৯২%     খ. ৯২-৯৩%<br /> গ. ৯৩-৯৪%     ঘ. ৯৪-৯৫%</p> <p>৪।        রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ কত?</p> <p>            ক. প্রায় ০.৯%   খ. প্রায় ০.১%<br /> গ. প্রায় ০.২%   ঘ. প্রায় ০.৩%</p> <p>৫।        রক্তরসের প্রোটিন হলো—</p> <p>            i. অ্যালবুমিন     </p> <p>            ii. গ্লোবিউলিন<br /> iii. প্রোথম্বিন ও ফাইব্রিনোজেন</p> <p>          নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         গ. i, ii ও iii</p> <p>৬।        মানুষের রক্তের প্লাজমা প্রোটিন—</p> <p>            i. ফাইব্রিনোজেন ii. কোলাজেন<br /> iii. গ্লোবিউলিন</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         গ. i, ii ও iii</p> <p>৭।        রক্তরসের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হলো—</p> <p>            i. ইউরিয়া, ইউরিক এসিড ii. ক্রিয়েটিনিন<br /> iii. জ্যানথিন ও অ্যামোনিয়া</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         ঘ. i, ii ও iii</p> <p>৮।        রক্তকণিকাগুলো কী প্রক্রিয়ায় সৃষ্টি হয়?</p> <p>            ক. হিমাটোপয়েসিস         খ. এরিথ্রোপয়েসিস<br /> গ. ফ্যাগোসাইটোসিস      ঘ. সেরোটোনিন</p> <p>৯।        অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কী?</p> <p>            ক. লিম্ফোসাইট খ. মনোসাইট<br /> গ. এরিথ্রোসাইট ঘ. থ্রম্বোসাইট</p> <p>১০।      রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?</p> <p>            ক. হেমাটোলজি খ. এরিথ্রোপয়েসিস<br /> গ. হেমাটোকাইনেসিস     ঘ. হেমাটোপয়েসিস</p> <p>১১।      মানুষের প্রতি ১০০ মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?</p> <p>            ক. ১৬   খ. ২০<br /> গ. ২২   ঘ. ২৪</p> <p>১২।      লোহিত কণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত?</p> <p>            ক. ১ঃ২৫        খ. ২৫ঃ১<br /> গ. ১ঃ৭০০      ঘ. ৬০০ঃ১</p> <p>১৩।      শ্বেত রক্তকণিকা—</p> <p>            i. নিউক্লিয়াসযুক্ত            ii. রোগ প্রতিরোধ করে<br /> iii. হিমোগ্লোবিনযুক্ত</p> <p>          নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         ঘ. i, ii ও iii</p> <p>১৪।      শ্বেত রক্তকণিকার কাজ হলো—</p> <p>            ক. বিলিরুবিন উৎপন্ন করা           খ. রক্ত তঞ্চন<br /> গ. রক্তের সান্দ্রতা রক্ষা    ঘ. হেপারিন উৎপন্ন করা</p> <p>১৫।      ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে—</p> <p>            i. শ্বেত রক্তকণিকা         <br /> ii. লোহিত রক্তকণিকা<br /> iii. অণুচক্রিকা</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         ঘ. i, ii ও iii</p> <p>১৬।      অদানাদার শ্বেত রক্তকণিকা—</p> <p>            i. মনোসাইট ii. লিম্ফোসাইট iii. ব্যাসোফিল</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         গ. i, ii ও iii</p> <p>১৭।      দানাদার শ্বেত রক্তকণিকা—</p> <p>            i. নিউট্রোফিল ii. ইওসিনোফিল  iii. ব্যাসোফল</p> <p>          নিচের কোনটি সঠিক?</p> <p>            ক. i ও ii           খ. i ও iii<br /> গ. ii ও iii         গ. i, ii ও iii</p> <p> </p> <p>            উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ   ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক  ১৬. ক ১৭. ঘ।</p> <p> </p>