জীবনানন্দ দাশ কবে মারা যান?
উত্তর : জীবনানন্দ দাশ ১৯৫৪ সালে মারা যান।
১০। কবি কিভাবে সারা দিন কাটানোর কথা বলেছেন?
উত্তর : কবি কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে সারা দিন কাটানোর কথা বলেছেন।
১১। কবি কখন ফিরে আসার কথা বলেছেন?
উত্তর : কবি হেমন্তকালে কুয়াশার মধ্যে ফিরে আসার কথা বলেছেন।
১২। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ আছে?
উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতায় কাঁঠালগাছের কথা উল্লেখ আছে।
১৩। ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত?
উত্তর : ধানসিঁড়ি নদীটি ঝালকাঠি জেলায় অবস্থিত।
১৪। কবি কোন নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন?
উত্তর : কবি ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন।
১৫। কবি শঙ্খচিল শালিকের বেশে কোথায় আসতে চান?
উত্তর : কবি শঙ্খচিল শালিকের বেশে বাংলায় আসতে চান।
১৬। নবান্ন উৎসব কী মাসে হয়?
উত্তর : নবান্ন উৎসব কার্তিক মাসে হয়।
১৭। জলাঙ্গী কী?
উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি নদীকে জলাঙ্গী নামে অভিহিত করেছেন।
১৮। কবি কিভাবে একদিন এ কাঁঠাল ছায়ায় ফিরে আসবেন?
উত্তর : কবি কুয়াশার বুকে ভেসে একদিন এ কাঁঠাল ছায়ায় ফিরে আসবেন।
১৯। কার লাল পাড়ে কিশোরীর ঘুঙুর থাকবে?
উত্তর : হাঁসের লাল পাড়ে কিশোরীর ঘুঙুর থাকবে।
২০। কী করে হাঁসের সারা দিন কেটে যাবে?
উত্তর : কলমির গন্ধভরা জলে ভেসে হাঁসের সারা দিন কেটে যাবে।
২১। ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ছে?
উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ছে।
২২। লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে?
উত্তর : লক্ষ্মীপেঁচা শিমুলের ডালে ডাকছে।
২৩। উঠানে খইয়ের ধান ছড়ায় কে?
উত্তর : একটি শিশু উঠানে খইয়ের ধান ছড়ায়।
২৪। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কিশোর কোন নদীতে নৌকা বায়?
উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতায় কিশোর রূপসা নদীতে নৌকা বায়।
২৫। কিশোরের ছেঁড়া পালটি কী রঙের?
উত্তর : কিশোরের ছেঁড়া পালটি সাদা
রঙের।
২৬। রাঙা মেঘ সাঁতরায়ে কে নীড়ে ফিরছে?
উত্তর : রাঙা মেঘ সাঁতরায়ে ধবল বক নীড়ে ফিরছে।
২৭। ‘সুদর্শন’ কী?
উত্তর : ‘সুদর্শন’ হলো এক ধরনের গুবরে পোকা।
২৮। ‘লক্ষীপেঁচা’ কী?
উত্তর : ‘লক্ষ্মীপেঁচা’ হলো সুলক্ষণযুক্ত
পেঁচা।
২৯। ‘রূপসা’ কিসের নাম?
উত্তর : রূপসা একটি নদীর নাম।
৩০। ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে কয়টি নদীর নাম উল্লেখ আছে?
উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে দুটি নদীর নাম উল্লেখ আছে।